প্রধানমন্ত্রীর জন্মদিনে সিডনিতে দোয়া ও বিশেষ মোনাজাত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিডনিতে গত ২৮শে সেপ্টেম্বর এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তার গলব্লাডারে অপারেশনের জন্য বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের পরিচালনায় অনুষ্ঠানে অস্ট্রেলিয়া প্রবাসী উল্লেখযোগ্য সংখ্যক পেশাজীবীসহ, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আওয়ামী রাজনৈতিক মানসিকতার বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম, কলামিস্ট ও লেখক ড. শাখাওয়াৎ নয়ন, নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন অলোক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সহসভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান বেলাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব যেমন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, তেমনি ‘মাদার অব হিউম্যানিটি’, শান্তির দূত, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নারী। দেশ ও মানুষের উন্নয়নের প্রয়োজনেই আজ শেখ হাসিনার দীর্ঘদিন বেঁচে থাকা প্রয়োজন। আজকের প্রেক্ষাপটে নির্দ্বিধায় বলা যায়, শেখ হাসিনা কেবল আওয়ামী লীগের সভানেত্রীই নন, তিনি আজ বাংলাদেশের সমার্থক।
আলোচনা সভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ড. বায়েজিদুর রহমান। এছাড়াও অস্ট্রেলিয়া আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন মসজিদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্যলাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Kazi Sultana Seeme
কলামিস্ট, প্রাবন্ধিক ও সাংবাদিক। বর্তমানে বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিকে নিয়মিত লিখছেন। সাথে সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবেও নিয়মিত লেখালেখি, নিউজ ও রিপোর্ট করছেন। নিয়মিত সিডনীর বাংলাদেশী কমিউনিটি’র রিপোর্ট, গল্প ও কবিতা সহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করছেন। তিনি বর্তমানে বেশ কয়েকটি স্থানীয় ও অন-লাইন পত্রিকা গুলোতে নিয়মিত কলাম, গল্প ও কবিতা লিখছেন। যেহেতু তার মূল একাডেমীক পড়াশোনা দর্শন ও নীতিবিদ্যা তাই তার লেখার মূল বিষয় বস্তু মানবতা ও নৈতিকতা। শুধুমাত্র রাজনীতি ছাড়া অন্যান্য সব সামাজিক বিষয় ও সমস্যা নিয়ে তার আগ্রহ এবং লেখালেখি।
Related Articles
সিডনীতে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার জাতীয় শোক দিবস পালন
কাজী সুলতানা শিমিঃ গত ২০শে আগষ্ট সন্ধ্যায় সিডনির ইংগেলবার্ন লাইব্রেরী হলে বঙ্গবন্ধু পরিষদ অষ্ট্রেলিয়ার উদ্যোগে পালন করা হয় জাতীয় শোক
ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল।
আমরা ছাড়া কে পেরেছে মায়ের ভাষাকে এমন করে ভালবাসতে। আমরা ছাড়া কে পেরেছে ভাষার জন্য প্রাণ বিলিয়ে দিতে। মাতৃভাষার মর্যাদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে আওয়ামী লীগ নেতা ও সরকারের মন্ত্রীদের কটূক্তি ও অশালীন মন্তব্যের প্রতিবাদ
এম মোরশেদসিডনি থেকে : সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও