ইউনুস প্রবর্তিত সামাজিক ব্যবসা অস্ট্রেলিয়ায়

ইউনুস প্রবর্তিত সামাজিক ব্যবসা অস্ট্রেলিয়ায়

হ্যাপি রহমান,সিডনি: নিজস্ব কর্মোদ্দীপনা ও বৈশ্বিক বলয়ে ড. ইউনুস নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। নোবেল বিজয়ী বাংলাদেশী এই মানুষটি স্বপ্নের নৌকা মাইক্রোক্রেডিট ঘাট থেকে জাহাজ ভিড়িয়েছেন সামাজিক ব্যবসার বন্দরে।এই বন্দরে তার সঙ্গে সওয়ার হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক প্রতিষ্ঠান। গত ২০ মার্চ,শুক্রবার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে প্রথমবারের মত অস্ট্রেলিয়ায় নোবেল বিজয়ী ইউনুস প্রবর্তিত সামাজিক ব্যবসা কেন্দ্র উদ্বোধণ করা হয়।এ উপলক্ষ্যে The John Niland Scientia Building (Tyree Room),University of New South Wales (Kensington Campus,Sydney) তে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সামাজিক সমস্যা নির্মূলের জন্য সামাজিক ব্যবসা প্রবর্তনের ধারনা সামনে রেখে কাজ করবে সব গঠিত “Yunus social Business Hub’’। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Mr. Michael,Mr. P.S.Chunnu,Ms. Ammy Bundie,Professor C.Raina,Professor Siaw-Teng Liaw,Mr. Peter Noble ,Vice President of University of New South Wales,Professor pradeep Roy,Professor Peter Smith,Dr. Bayzidur Rahman,Dr. Mahfuz Ashraf and Dr. Faiz Shah,Drector Yunus Centre,Thailand.


এ ছাড়াও বাংলাদেশসহ অনান্য কমিউনিটির অনেক গন্যমান্য ব্যক্তিবগর্ উপস্থিত ছিলেন। অনুষ্টানে বক্তারা বলেন, ব্যবসার উদ্দেশ্য হবে উন্নÍত ও অনুন্নত দেশগুলোতে জনসচেনতা তৈরি করা। বিশেসত যেগুলো ব্রক্তি ও সমাজ জীবনে ঝুকি তৈরি করে। যেমন: স্বাস্থ্য,শিক্ষা,প্রযুক্তি ও পরিবেশগত খাতে বিরাজমান সমস্যার সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্রক্তিগত মুনাফাহীন কল্যানকর ব্যবসা। প্রকল্প অর্থনৈতিকভাবে টেকসই হতে হবে। বিনিয়োগ করা লভ্যাংশ প্রতিষ্টানের উন্নতি ও সম্প্রসারণে ব্যবহার করা হবে।পরিবেশ বান্ধব প্রকল্প হতে হবে। কর্মরত শ্রমিকদের কর্মস্থল হবে স্বাস্থসম্মত,উন্নÍত ও ঝুকিমুক্ত। সবার সক্ষমতা অর্জন করাই এ ব্যবসার লক্ষ্য। সামাজিক ব্যবসা হবে আনন্দেন সঙ্গে ব্যবসা। অনুষ্টানে পাঠানো এক ভিডিও চিত্রে ড. ইউনুস বলেন, উন্নÍত দেশগুলোতেও স্বাস্থ্য বীমা দিন দিন ব্যয়বহুল হচ্ছে। স্বাস্থ্যসেবা অনেকের কাছে লাভজনক ব্যবসা। অন্যদিকে বিনামূল্যে সেবা দেওয়ারও ব্যবস্থা আছে। সে ক্ষেত্রে কাউকে অর্থের চাপ নিতে হচ্ছে।এ ক্ষেত্রে সামাজিক ব্যবসাকে তিনি সমস্যা সমাধানের উপায় বলে মনে করেন। ব্যয় নির্বাহের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাসহ অন্যান্য দক্ষতা কাজে লাগাতে হবে। তবে উদ্দেশ্য হতে হবে দাতব্য প্রতিষ্ঠানের ন্যায়।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment