আইসিসির সভাপতি হিসাবে আমি হ্যাপি – মোস্তফা কামাল

আইসিসির সভাপতি হিসাবে আমি হ্যাপি – মোস্তফা কামাল

অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচ শেষে আইসিসি সভাপতি মোস্তফা কামালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। মোস্তফা কামাল বললেন, যারা ভালো খেলেছে তারা জিতেছে। আইসিসি সভাপতি হিসাবে আমি হ্যাপি। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ যে অবিচারের শিকার হয়েছিল, সে ব্যাপারে কী আজ আবার কিছু বলবেন? মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে আমি আগে যা বলেছি, নতুন করে আমার কোন বক্তব্য নেই। উল্লেখ্য মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ অবিচারের শিকার হওয়ার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে মোস্তফা কামাল বলেছিলেন, আমি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না, আইসিসির সভাপতির দায়িত্ব পালন করতে চাই। আইসিসির পরবর্তি বৈঠকে বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়টিকে তুলবেন, সুবিচার না পেলে আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন, এমনও বলেছিলেন। পরবর্তিতে অবশ্য পদত্যাগের বক্তব্য থেকে সরে আসেন মোস্তফা কামাল। তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে আইসিসির নির্বাহী প্রধান বলেছেন, সভাপতি এভাবে আম্পায়ারদের বিরুদ্ধে বলতে পারেন না। এটি দূর্ভাগ্যজনক।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment