ভক্ত মন্দির সিডনী মিউজিকাল নাইট ২০১৩
Print this article
Font size -16+
গত ২৫শে আগস্ট ২০১৩ রাইড সিভিক হলে অনুষ্ঠিত হয়েগেল ভক্ত মন্দির সিডনী (www.vaktamandir.org.au ) কর্তৃক আয়োজিত এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যা। এটি মূলতঃ ভক্ত মন্দির সিডনীর একটি তহবিল সংরাহক অনুষ্ঠান (ফান্ড রেইজিং প্রোগ্রাম)। এই অনুষ্ঠানের মাধ্যমে উপার্জিত সমুদয় অর্থ মন্দির নির্মাণ কাজে ব্যায়িত হবে। প্রায় চার শতাধিক দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত তরুন তরুণীদের অংশগ্রহনে অনুষ্ঠানটি একটি আলাদা মাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সুরুসঙ্গম এর ব্যবস্থাপনা পরিচালক নিতিন মদন, দীপা অরোরা ও www.desi.com.au এর ব্যবস্থাপক আরতি বাঙ্গা। শুরুতেই ভক্ত মন্দির সিডনীর পক্ষ থেকে সুমন সাহা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এরপর এম. পি. মাইকেল রোলান্ড বক্তব্য রাখেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে রবীন্দ্র সংগীত দিয়ে অনুস্থানের শুভ সূচনা করেন জয়ীতা ও ঋতুপর্ণা ঘোষ। এরপর একে একে সংগীত পরিবেশন করেন ক্যানবেরা নিবাসী পারমিতা দে, ২০১১ ও ২০১২ এর অস্ট্রেলিয়া ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন-রানার আপ শিল্পীবৃন্দরা। একের পর এক সংগীত গেয়ে মঞ্চ মাতিয়ে রাখেন মনীষ কুমার, নিতিন শর্মা, জেসমিন গিল, চৈত্রা রবিশঙ্কর, জগপ্রীত গ্রোভার। সাথে ছিল সাজ ব্যান্ড গ্রুপ। ক্যানবেরা থেকে আগত পারমিতা দে বাংলা গান গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।
এরপরে একক ক্ল্যাসিকাল ও দলীয় নৃত্য পরিবেশন করেন সি.কে পারফর্মিং আর্টস, নিপ-ইন্দো ফিউসন গ্রুপ, উষা বাড়িয়া, সোয়াস্তিক ইন্সিটিউট অব ড্যান্স এবং রোড টু বলিউড এর কলা-কুশলীরা। সোয়াস্তিকের নৃত্য ছিল অনবদ্য ও অভুতপুরব। নিপ-ইন্দো গ্রুপের দলীয় নৃত্যে একটা আলাদা মাত্রা ছিল যা সিডনীর দর্শকেরা অনেকদিন মনে রাখবে।
একক সংগীতের পরপরই দ্বৈত ও দলীয় সংগীত পরিবেশন করেন শিল্পীবৃন্দরা। বাংলা, হিন্দী, মারাঠী, ইংলিশ রিমিক্স ও পাঞ্জাবী ভাষায় ও বিচিত্র সুরে রাইড সিভক থিয়েটার সেদিন মুখরিত হয়ে যায় । অনুস্থানের বিশেষ আকর্ষণ ছিল বলিউড এর প্রথিতযশা সংগীত শিল্পী উদিত নারায়ণ এর সহযোগী শিল্পী জেসমিন গিল ও রাধিকা বাত্রা। এ অনুষ্ঠানকে উপলক্ষ করে দুই বাংলা তথা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি প্রিয় দর্শকেরা মিলিত হয়েছিল এক মহা-মিলন মেলায়। কানায় কানায় পূর্ণ হল এর দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুস্থানটি সার্থকতা লাভ করে।
অনুস্থানের এক পর্যায়ে এক দর্শক মন্দির এর নির্মাণ কাজের জন্য ৫০০০ ডলার এর অনুদান ঘোষণা করেন। সাথে সাথে আরও অনেক দর্শক অনুদানের জন্য এগিয়ে আসেন। সব মিলিয়ে ২৫০০০ ডলার সংগৃহীত হয়েছে বলে জানালেন ভক্ত মন্দির এর ট্রাস্টি সুমন সাহা, বিধান চক্রবর্তী ও তাদের সতীর্থরা। উক্ত অনুষ্ঠানে শুধুমাত্র দর্শকের কাছ থেকেই প্রায় ১৪০০০ ডলার অনুদান সংগৃহীত হয়েছে। আর ১০০০০-১২০০০ ডলার এর আর্থিক অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। অনুস্থানটি সার্বিক ভাবে সুন্দর , গোছানো ও সার্থক করার জন্য ভক্ত মন্দির সিডনীরের একঝাক তরুণ স্বেচ্ছা সেবকদের অবদান প্রণিধানযোগ্য। সম্বিলিত প্রচেষ্টা , সদিচ্ছা ও মননশীলতা থাকলে সিডনীর বাঙ্গালীর স্বপ্নের মন্দিরের জন্য অর্থ সংগ্রহে খুব বেশী দিন আর লাগবে না বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!