Shahadat Chowdhury won the pre-selection to the number one spot of ALP team

Shahadat Chowdhury won the pre-selection to the number one spot of ALP team

Shahadat Chowdhury won the pre-selection to the number one spot of ALP team for Caroline Chisholm Ward of Parramatta Council. He will be contesting the next local government election on 8 September 2012. Shahadat challenged the seating ALP councillor of 11 years, who had been the lord mayor and deputy lord mayor in the past. This is an anomaly against the brutal political reality of migrants often missing out nominations to a winnable seat from major parties. The most exciting part is Shahadat Chowdhury is one of us! Shahadat went through Dhanmondi Govt Boys High School, Notre Dame College in Dhaka and passed the tough days of BUET by 1987. Interestingly, he was never involved with any political parties during his days in Dhaka. After three and a half years at Asian Institute of Technology in Bangkok, he migrated to Australia in 1991. He obtained his Ph D from University of New South Wales in 2009, attracting the then Premier Nathan Rees to his graduation party.

Shahadat said, “The real challenge now, is to run a winning campaign”. Unlike Bangladesh, a candidate here has to run everything on their own, mainly relying on help from family and friends. It includes mundane matters like filling hundreds of envelops to walking from house to house to deliver them. Electoral funding regulation restricts the candidate to spend out of donations of ordinary citizens like you. Shahadat wants all ‘deshi bhai bonder’ to come forward in helping his election, irrespective of which council area one lives. He can be reached at s_h_chowdhury@yahoo.com.au. A strong united push will send a message to both political parties increasing the chance of more Bangladeshis getting preselected in future.

Campign Dinner July 7, 2012 @ Parramatta Details…

Lunchen July 15, 2012 @ Campbelltown Details…

Courtesy Bangla-sydney.com

প্যারামাট্টা কাউন্সিলের নির্বাচনে ড. শাহাদাত চৌধুরী প্রার্থী

আগামী ৮ই সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলস এর স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য ড. শাহাদাত চৌধুরী প্যারামাট্টা কাউন্সিলের ক্যারোলিন চিশম ওয়ার্ডের প্রার্থী হিসেবে অষ্ট্রেলিয়ান লেবার পার্টি (,এল,পি) ‘র মনোনয়ন পেয়েছেন। টুনগাবি, পুরাতন টুনগাবি, কনষ্টিটিউশন হিলস, নর্থমীড এবং উইনস্টন হিলস এলাকা এই নির্বাচনী সীমানার অংশভুক্ত। অষ্ট্রেলিয়ার মূল ধারার রাজনীতিতে অংশগ্রহণের লক্ষ্যে প্রায় এক দশক আগে তিনি অষ্ট্রেলিয়ান লেবার পার্টি (,এল,পি) তে যোগদান করেন। স্থানীয়, ষ্টেট বা জাতীয় পরিষদ নির্বাচনের বিভিন্ন কমিটির তিনি সহকারী সভাপতি, সম্পাদক এবং ক্যাম্পেইন ডিরেক্টর সহ বিভিন্ন পদে সক্রিয় অবদান রেখেছেন।

ঢাকা বুয়েটের প্রাক্তন ছাত্র জনাব শাহাদাত চৌধুরী ২০০৯ সালে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে পেয়েছেন পি,এইচ,ডি ডিগ্রী। তার আগে ১৯৮৯ সালে এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (,আই,টি) থেকে স্নাতকোত্তর ডিগ্রী। ,আই,টি তে ১৯৮৯ সালে জনাব শাহাদাত ছিলেন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক। দু হাজার সাত সালে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস পি,এইচ,ডি গবেষণার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি বোর্ডে স্নাতকোত্তর ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হন। গত বছর (২০১১) তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে টুনগাবি পাবলিক স্কুলে গণিত এম্বাসেডরের দায়িত্ব পালন করেন।

একজন সমাজকর্মী হিসাবে ড. শাহাদাত চৌধুরী একটি পরিচিত নাম। স্কাউট আন্দোলনের সাথে তার প্রায় ২৫ বছরের নিবিড় সম্পর্ক। তারই ফলশ্রুতিতে পেয়েছেন অষ্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যার উইলিয়াম ডিন এর হাত থেকে “সিলভার এরোহেড” পদক।

বিভিন্ন ইসলামী কর্মকাণ্ডে জনাব শাহাদাত চৌধুরীর সক্রিয়ভাবে জড়িত। ফেয়ারফিল্ডে অনুষ্ঠিত অষ্ট্রেলিয়ার বৃহত্তম ঈদ মেলার একজন আয়োজক হিসাবে তিনি জড়িত ছিলেন অনেক বছর। এ ছাড়া তিনি প্যারামাট্টা মসজিদ এর একজন সম্মানিত প্রতিষ্ঠাতা ট্রাষ্টি।

জনাব চৌধুরী সামাজিক ন্যায়নীতি, মানবাধিকার এবং পরিবেশ প্রতিরক্ষায় দৃঢ় বিশ্বাসী। এমেন্যাষ্টি ইন্টারন্যাশনাল এর মানবাধিকার রক্ষা কর্মী হিসেবে তিনি সহায়তা করেছেন বেশ কয়েক বছর।

কর্ম জীবনে ড. শাহাদাত চৌধুরী গত ২০ বছর ধরে নিউ সাউথ ওয়েলস এর সরকারী কর্মে নিয়োজিত। তার কর্মদক্ষতার পরিধি পানি, পরিবেশ এবং জলবায়ু। বিভিন্ন সরকারী সংস্থাকে পানি ব্যবহার পরিকল্পনা সম্পর্কিত পরামর্শ দেবার জন্য তাকে ঘুরে বেড়াতে হয় দেশের প্রত্যন্ত প্রান্তে। সরকারী কর্ম ছাড়াও ড. চৌধুরী ইউনিভার্সিটি অব টেকনোলজি ( ইউ,টি, এস) ‘র খন্ডকালীন শিক্ষক হিসাবে কর্মরত।

অষ্ট্রেলিয়ার রাজনৈতিক নীতি নির্ধারণে বাংলাদেশীদের প্রতিনিধিত্ব থাকার লক্ষ্যে, সকল বাংলাদেশী বংশোদ্ভব অষ্ট্রেলিয়ান দলমত নির্বিশেষে, সব ভেদাভেদ ভুলে প্যারামাট্টা কাউন্সিল নির্বাচনে তার পাশে এসে দাঁড়াবেন বলে তিনি দৃঢ় আশা করেন। তিনি মনে করেন, এ নির্বাচন শুধু তার একার নির্বাচন নয়, এটা আমাদের সবার সঙ্ঘবদ্ধ নির্বাচন। বাংলাদেশীরা যদি অষ্ট্রেলিয়ার প্রধান রাজনৈতিক দলগুলোকে আমাদের ঐক্যবদ্ধ শক্তি দেখাতে সক্ষম হয়, ভবিষ্যতে তা আমাদের বিভিন্ন দাবী দাওয়া অর্জনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন।

যারা নির্বাচনে তাকে আর্থিক বা অন্য কোন ভাবে সাহায্য করতে চান, তারা অনুগ্রহ করে s_h_chowdhury@yahoo.com.au ঠিকানায় ইমেইল করে অথবা ০৪৬৯৪৪১২৭২ নাম্বারে ফোন করে তার সাথে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment