যুবলীগের আয়োজনে ‘শেখ মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

যুবলীগের আয়োজনে ‘শেখ মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

অস্ট্রেলিয়া যুবলীগের আয়োজনে প্রথম শেখ মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি যুব সংগঠন হিসেবে অস্ট্রেলিয়া যুবলীগই প্রথম বড় মাপের একটি টুর্নামেন্টের আয়োজন করেছে। স্থানীয় লাকেম্বার মাঠে দীর্ঘ দুই মাসব্যাপী এই টুর্নামেন্টটির আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে অস্ট্রেলিয়া কেন্টারবুরী ইউনিট যুবলীগ। প্রিন্স, শাহীন, রানা, ফুয়াদ, রিফাত, বাবু ও রনির নেতৃত্বে এই টুর্নামেন্টটি ইতিমধ্যেই সিডনিতে ব্যাপক সাড়া ফেলেছে।

গত ২৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সোসাইটি আয়োজিত এক শোক দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ার হোসেন চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ বছর সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা, ফেয়ার প্লেয়ার, ম্যান অব দি ম্যাচ প্রত্যেক খেলোয়ার ও ফাইনালে অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।

এই বছর ব্যাপক সাড়া ফেলার পর আগামী বছর শেখ মনি ফুটবল টুর্নামেন্টে স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশীদের কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান।

পুরস্কার বিতরণী শেষে প্রধান অতিথি ড. আনোয়ার হোসেন এই কার্যক্রমের জন্য যুবলীগ অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানান এবং জাতি গঠনে যুবলীগের পজেটিভ নেতৃত্বকে আরো সামনে এগিয়ে যেতে উৎসাহিত করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রিন্স।

এবারের শেখ মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন হয়েছে ইঙ্গেলবার্ণ ৭ এবং রানার আপ পাওয়ার সোর্স। ফাইনালের সেরা খেলোয়াড় রাজীব এবং সর্বাধিক গোলদাতা হয়েছেন রিফাত। এছাড়াও অন্যান্য খেলাগুলোর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যথাক্রমে আতিক, রনি, রাজিব, অজয়, হামিদ, রাশেদ ও রিফাত। ড. আনোয়ার হোসেন বিজয়ীদের পুরস্কৃত করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ সভাপতি মোস্তাক মেরাজ ও সহ-সভাপতি ডা. লাভলী রহমান এবং বঙ্গবন্ধু সোসাইটির প্রাক্তন সভাপতি ডা. নুর-উর-রহমান খোকন।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment