Bangladesh Society of Sydney (BSS) New Committee
বাংলাদেশ সোসাইটি অব সিডনী’র বার্ষিক সাধারণ সভা’২০১১ অনুষ্ঠিত
গত ২৬ শে জুন রবিবার সকাল ১১ টায় রকডেল পাবলিক স্কুল মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অব সিডনী’র বার্ষিক সাধারণ সভা’২০১১ অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির সভাপতি জনাব শহীদুজ্জামান আলো’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় আলোচ্য বিষয় ছিল (১) গত বছরের কার্য্যাবলী ও আর্থিক হিসাব- নিকাশ অনুমোদন। (২) আগামী বছরের (২০১১-২০১২) কার্য্যক্রম ও বাজেট নির্ধারণ (৩) বাংলাদেশ কালচারাল স্কুল রকডেল এর কার্য্যক্রম পরিচালনা (৪) আগামী বছর (২০১১-২০১২) এর জন্য কার্য্যকরী কমিটি নির্ব্বাচন।
প্রতিটি বিষয়ে সফল আলোচনা শেষে নতনু কমিটি ২০১১-২০১২ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ডঃ মোঃ হাবিব উল্লাহ্।
নব নির্বাচিত কমিটি ২০১১-২০১২
সভাপতিঃ শহীদুজ্জামান আলো
সহ সভাপতিঃ নাজমুল হুদা
সহ সভাপতিঃ সোহেলুর রহমান
সাধারণ সম্পাদকঃ সাজ্জাদ আফাজ
সহ- সাধারণ সম্পাদকঃ জয়ন্ত চৌধূরী
কেষাধ্যক্ষঃ আবুবকর সিদ্দিক
সাংস্কৃতিক সম্পাদকঃ জামাল আহমেদ
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ ইমতিয়াজ আহমেদ
কার্য্যকরী সদস্য (১) ডঃ মোঃ হাবিব উল্লাহ্
কার্য্যকরী সদস্য (২) হায়াত মাহমুদ
কার্য্যকরী সদস্য (৩) সুলতানা এজাজ
কার্য্যকরী সদস্য (৪) আনজুমান আরা কালাম
কার্য্যকরী সদস্য (৫) জাকিয়া শারমিন
সভা শেষে দুপুরের খাবারের মাধ্যমে দিনের কার্য্যμম শেষ হয়। নব নির্ব্বাচিত কমিটি
বাংলাদেশী কমিউনিটির সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
(সামনে বসা বাম থেকে )কার্য্যকরী সদস্য (৩) সুলতানা এজাজ, কার্য্যকরী সদস্য (৪)আনজুমান আরা কালাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ আফাজ, সভাপতি শহীদুজ্জামান আলো সহ সভাপতি (২) সোহেলুর রহমান, কার্য্যকরী সদস্য (৫)জাকিয়া শারমিন। (পিছনের সারিতে বাম থেকে) প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ আহমেদ, কার্য্যকরী সদস্য (২) হায়াত মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক জামাল আহমেদ, সহ- সাধারণ সম্পাদক জয়ন্ত চৌধূরী, কেষাধ্যক্ষ আবুবকর সিদ্দিক ও সহ সভাপতি (১) নাজমুল হুদা।