Naimul Islam Khan in Sydney with Shudhi Shomaz

Naimul Islam Khan in Sydney with Shudhi Shomaz

সিডনিতে সুধীসমাবেশে নাঈমুল ইসলাম খান

সিডনি থেকে, শাখাওয়াৎ নয়নঃ ৩ আগষ্ট, মঙ্গলবার সন্ধ্যায় সোনার বাংলা’র আয়োজনে এক সুধীসমাবেশ অনুষ্ঠিত হয় সিডনির রোজবেরীস্থ সোনার বাংলা কার্যালয়ে। এ সমাাবেশে দৈনিক আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশের শুরুতে সোনার বাংলা সম্পাদক পি এস চুন্নু উপস্থিত সুধীজনের সাথে প্রধান অতিথি নাঈমুল ইসলাম খানকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সংগঠনের সাধারন সম্পাদক ড. রোনাড পাত্র প্রধান অতিথি নাঈমুল ইলাম খানকে ফুলের তোঁড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদির, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. বোরহান উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি ব্যারিস্টার সিরাজুল হক, অস্ট্রেলিয়ার অনলাইন পত্রিকা ‘বাসভূমি’র সম্পাদক আকিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা, অস্ট্রেলিয়ার একমাত্র টেলিভিশন ‘বিদেশ বাংলা’র পরিচালক রহমত উল্লাহ,কবি ও লেখক ডা. শাফিন রাশেদ, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাংগাঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী সদস্য মইনুল ইসলাম চৌধুরী,মাহবুব চৌধুরী শরীফ, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সহ-সভাপতি গাউসুল আলম শাহজাদা, বিএনপি অস্ট্রেলিয়া’র সাধারন সম্পাদক ফজলুল হক শফিক, আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র প্রচার সম্পাদক লিয়াকত আলী লিটন, সহ- সাংগাঠনিক সম্পাদক মোহামদ আলী শিকদার, কার্যনির্বাহী সদস্য সাদেকুর রহমান ও বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস এর বর্তমান সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোবারক হোসেন প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি নাঈমুল ইসলাম খানের সাথে উপস্থিত সুধীজন বাংলাদেশের রাজনীতি, বিদ্যুৎ , যানজট , জঙ্গি, গ্যাসসংকট, আইনশৃঙ্খলা, শিক্ষাঙ্গনে ছাত্রসংগঠনের তান্ডবলীলা, উন্নয়ন ও বর্তমান সরকারের জনকল্যানমূলক গৃহীত ব্যাপক কর্মসূচিসহ বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত স্পর্শকাতর বিষয় ‘যুদ্ধাপরাধীদের বিচার’ নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।

প্রবাসীরা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে তাদের কষ্টার্জিত উপার্জন দেশে পাঠিয়ে বিশেষ ভূমিকা পালন করলেও কোন সরকারই তাদের ভোটাধিকার প্রদান করেনি। এমনকি প্রবাসীরা দেশে গেলে বিমানবন্দরে অহেতুক হয়রানির শিকার হতে হয়। এরও কোন প্রতিকার করা হয় না।

প্রধান অতিথি বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে বলেন, দেশে বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হচ্ছে তবে অন্যান্য দেশের তুলনায় খুব ধীরগতিতে হচ্ছে। তিনি বলেন, আমি অত্যন্ত আশাবাদী। ২০২১ সালে যখন বাংলাদেশ রাষ্ট্রের বয়স ৫০ বছর হবে, তখন দেশের উন্নয়ন আন্তর্জাতিক সমাজে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে মর্য়াদা সম্পন্ন অবস্থানে নিয়ে যাবে।

সবশেষে তিনি সরকারের পাশাপাশি প্রবাস থেকে ব্যক্তিগত উদ্যোগে দেশে শিল্প-কলকারখানা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার আহবান জানান। এবং তিনি বিশ্বাস করেন বেসরকারী উদ্যোক্তাদের প্রচেষ্টাই দেশ মাথা তুলে দাঁড়াবে।

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সাধারন সম্পাদক ড. রোনাড পাত্র প্রধান অতিথি নাঈমুল ইলাম খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। নৈশভোজের মধ্যদিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য আমাদের সময় সম্পাদক আকিদুল ইসলাম সম্পাদিত ‘বাসভূমি’র ৫ বছরপূর্তি উৎসবে যোগ দিতে গত ২৯ জুলাই সিডনি এসেছেন।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment