Naimul Islam Khan attend BNP Australia Seminar

Naimul Islam Khan attend BNP Australia Seminar

বাংলাদেশের রাজনীতি এবং প্রবাসীদের ভূমিকা
বিএনপি অস্ট্রেলিয়া আয়োজিত সেমিনারে নাঈমুল ইসলাম খান

সেমিনারে বক্তব্য রাখছেন আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান
সিডনি থেকে সুমন শাহিনঃ গত ২ আগষ্ট, সোমবার সন্ধ্যায় সিডনির এক রেস্তোরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া ‘‘ বাংলাদেশের রাজনীতি এবং প্রবাসীদের ভুমিকা ’’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। অস্ট্রেলিয়া সফররত দৈনিক আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়ার সভাপতি ড. আব্দুল ওয়াহাব বকুলের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য রাখেন রুহুল আমিন সওদাগর, জিয়া পরিষদ অস্ট্রেলিয়া’র সাধারন সম্পাদক আবুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাধারন সম্পাদক আব্দুল মতিন উজ্জ্বল মতিন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মালেক মানিক, আরিফুর রহমান খাদেম, সাংবাদিক গাজী শাখাওয়াৎ আরিফ, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস এর বর্তমান সাধারন সম্পাদক এডভোকেট মোবারক হোসেন, প্রাক্তন সভাপতি আব্দুল কাইয়ূম, ডা. অলিউল ইসলাম, অস্ট্রেলিয়ার অনলাইন পত্রিকা বাসভূমি’র সম্পাদক আকিদুল ইসলাম ও ক্যান্টারবারী কাউন্সিলের ডেপুটি মেয়র কার্ল সালেহ প্রমুখ। সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া’র সাধারন সম্পাদক ফজলুল হক শফিক।

এ সেমিনারে বক্তারা বাংলাদেশের রাজনীতির পাশাপাশি অন্যান্য সমস্যা বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস সংকট, যানজট, আবাসন সমস্যা ও আইন শৃঙ্খলাসহ বিভিন্ন মৌলিক বিষয়াদি তুলে ধরেন। স্বাধীনতার পর থেকে প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে অর্থনীতিকে সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করলেও তাদেরকে কোন সরকারই যথায়থ মূল্যায়ন করেনি। এ বিষয়ে প্রধান অতিথি আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলামের খানের কাছে তারা কিছু প্রস্তাব তুলে ধরেন যা তাঁর পত্রিকার মাধ্যমে সরকারকে অবহিত করবেন। প্রস্তাবগুলো হলো: প্রবাসীদের ভোটাধিকার প্রদান করা, এয়ারপোর্টে প্রবাসীদের অহেতুক হয়রানি বন্ধ করা এবং প্রবাসীদের মামলাগুলো দ্রুত বিচার আইনের আওতায় আনা। এছাড়াও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো তুলে নিয়ে অবিলম্বে দেশে আসার এবং অবাধে রাজনীতি করতে দেয়া সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment