সরকার উসকানিমূলক আচরণ বìধ না করলে বিএনপি আন্দোলনে যাবে : মির্জা ফখরুল

সরকার উসকানিমূলক আচরণ বìধ না করলে বিএনপি আন্দোলনে যাবে : মির্জা ফখরুল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মো: শাহজাহানকে অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে ঢাকার গুলশানের রাফেন্সসিয়া কনভেনশন সেন্টারে গত বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হয়

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করতে চায়। গণতন্ত্রের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু সরকার প্রতিনিয়ত উসকানিমূলক আচরণ করছে। শহীদ জিয়ার নাম মুছে ফেলার ষড়যন্ত্র করছে। সরকার উসকানিমূলক আচরণ বìধ না করলে বিএনপি আন্দোলনে নামবে। সরকার পার্শ্ববর্তী দেশের সমস্যার সাথে জড়িয়ে দেশ ও জনগণকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। সরকারের এই নতজানু নীতি সারা বিশ্বে দেশের ভাবমর্যাদাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। জাতি অবিলম্বে সরকারের এই নতজানু নীতির পরিবর্তন চায়। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষার জন্য বিএনপি সরকার অতীতে যেমনি কাজ করেছে, ভবিষ্যতেও তেমনি প্রবাসীদের স্বার্থে কাজ করবে।

গত বৃহস্পতিবার ঢাকা গুলশানের রাফ্লেসিয়া কনভেনশন সেন্টারে বিএনপি অস্ট্রেলিয়া শাখা আয়োজিত এক সংবর্ধনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন। ওই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব মো: শাহজাহানকেও সংবর্ধিত করা হয়। বিএনপি অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট নাটোরজেলা বিএনপির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক এমপি কলিমউদ্দিন মিলন, জাসাস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশাররফ আহমেদ ঠাকুর ,অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এম.সারোয়ার বাবু এবং মেলবোর্ন বিএনপির সভাপতি আখলাকুর রহমান। বিজ্ঞপ্তি।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment