বাংলাদেশ পূজা এসোসিয়েশন অস্ট্রেলিয়া’র আয়োজনে সিডনিতে সাড়ম্বরে সরস্বতী পূজা উদযাপন

বাংলাদেশ পূজা এসোসিয়েশন অস্ট্রেলিয়া’র আয়োজনে সিডনিতে সাড়ম্বরে সরস্বতী পূজা উদযাপন

সোনার বাংলা রিপোর্টঃ বিদ্যা,জ্ঞান,নান্দনিক গুণাবলী ও সকল সুজ্ঞানের উৎস বীণাপাণি দেবী সরস্বতীর

আরাধনা যথাযথ উৎসাহ ও আয়োজনের আঙ্গিকে উদযাপন করেছে বাংলাদেশ পূজা এসোসিয়েশন

অস্ট্রেলিয়া। গত ২৪ জানুয়ারী, শনিবার এ্যাশফিল্ড পোলিশ ক্লাব মিলনায়তনে সারাদিনব্যাপী এ অনুষ্ঠানে

এসোসিয়েশনের সদস্যবৃন্দ, তাঁদের পরিবারবর্গ,বন্ধু-বান্ধব,শুভান্যুধায়ীসহ বাঙালী কম্যুনিটির বহু

গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

সকাল ১১.৩০মিনিটে ড. পুন্ড্ররীখ মূখার্জ্জীর পৌরহিত্যে পূজা শুরু হয়। যথানিয়মে পূজা ও আরতির পর

দুপুর সাড়ে বারোটা থেকে কয়েক পর্বে অঞ্জলি প্রদান করে উপস্থিত ভক্ত ও অতিথিবৃন্দ প্রসাদ গ্রহন

করেন। এরপর দুপুর ২টায় সুস্বাদু ও গরম লুচি তরকারী সহযোগে মধ্যাহ্নভোজন সম্পনড়ব করেন।

শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা দিয়ে শুরু হয় বিকেলের অনুষ্ঠান। এরপর ছিলো বৈচিত্রময় সাংস্কৃতিক

পর্ব। এ পর্বটি দুইভাগে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ছিলো ছোটদের অংশগ্রহনে উপভোগ্য আবৃতি, নৃত্য ও

সংগীত পরিবেশনা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের এ পর্বেঃ

অর্পা,অহনা,রাকেশ,মমিতা,অর্ণা,অথৈ,উলাস,নেহা,দিব্য,প্রণিত,নিটোল,অরিত্রি.রিকা,অনিশা,জয়,তন্ময়,

প্রিয়া,তানিশা,ঐশি,দিয়া, প্রাপ্তি, বৃষ্টি, মিকা ও বাঁধন অংশগ্রহন করে। এ পর্বটি উপস্থাপনায় ছিলো জ্যোতি

ও অয়ন।

ছোটদের সাংস্কৃতিক পর্বের পর ছিলো সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পর্ব। শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ

অতিথি ও প্রধান অতিথিকে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারন সম্পাদক পিএস চুনড়বু।

প্রধান অতিথি মান্যবর হাইকমিশনার লে.জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও তাঁর সহধর্মিনী জেসমিন

মাসুদ চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে নেহা ও অহনা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

প্রধান অতিথি মাসুদ উদ্দিন চৌধুরী ও জেসমিন মাসুদ জয়াকে μেস্ট প্রদান করছেন জেসমিন মাসুদ চৌধুরী

এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন কলামিষ্ট অজয় দাশগুপ্ত,শিক্ষাবিদ ড.সমীর সরকার, সংগঠনের প্রাক্তন

সভাপতি সমীর ঘোষ, বিশেষ অতিথি জনাব নজরুল ইসলাম, গামা আব্দুল কাদির, কলামিষ্ট ও

রাজনীতিবিদ রণেশ মৈত্র ও প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্ট্রেলিয়াস্থ মান্যবর

হাইকমিশনার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি মান্যবর হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, অস্ট্রেলিয়ার নির্মল আবহাওয়া আর সর্বজনীন

শিক্ষার উদার দিগন্তে বড় হওয়া বাঙালি প্রজন্মের জন্য দুশ্চিন্তার কোন কারন নেই। তারা হেসেখেলে

রাস্ট্র ও সরকারের তত্ত্বাবধানেই বড় হয়ে উঠবে। সুশিক্ষা ও জীবিকা তাদের জন্য নিশ্চিত। তিনি উপস্থিত

সুধীজনের কাছে একটি মানবিক আবেদন জানান। প্রত্যেকেই যেন বাংলাদেশের অন্তত একটি শিশুকে

শিক্ষার জন্য স্পন্সর করেন।

শুভেচ্ছা বক্তব্যের পর যারা এবছর সিডনির বিভিনড়ব সিলেকটিভ স্কুলে পড়ার সুযোগ পেয়েছে এবং

কৃতিত্বের সাথে এইচ এস সি পাশ করেছে তাদেরকে সংগঠনের পক্ষ থেকে μেস্ট তুলে দেন আমন্ত্রিত

অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, প্রধান অতিথি ও তাঁর সহ-ধর্মিনী।

এরপর শুরু হয় বড়দের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বে ছিলো নৃত্য, একক ও

সমবেতভাবে পরিবেশিত সংগীত।

সমবেত সংগীতে অংশগ্রহন করেন দিলীপ দত্ত, পলি সরকার, রঞ্জন দাম,মিতা দে, অনাদি গোস্বামী,বন্যা

সাহা, আলো দে, নিকেশ নাগ, রিংকু সাহা, ও সুমিতা দে। নৃত্য পরিবেশন করেন মনিকা মজুমদার ও

মৌসুমী সাহা। একক সংগীত পরিবেশন করেন মনিকা, সুমিতা দে ও চিরস্মিতা চμবর্তী। এ পর্বটি

উপস্থাপনা করেন সংগঠনের সভাপতি অসিত রায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের উভয় পর্বে তবলায় ছিলেন

জন্মেজয় রায়। বিগত বছরের ন্যায় এবারেও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন সুমিতা দে।

বিভিনড়ব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় শেষ পর্বে।তিনটি আকষর্ণীয় পুরস্কার

ছিল এবারের র‌্যাফেল ড্র’এ। সংগঠনের প্রাক্তন সভাপতি সমীর ঘোষ ও তপন কুন্ডু র‌্যাফেল ড্র’ টি

পরিচালনা করেন। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরো দিনের আয়োজনটি ছিলো খুবই সংসঠিত।

সংগঠনের সাধারন সম্পাদক পিএস চুনড়বু, প্রাক্তন সভাপতি সমীর ঘোষ, প্রাক্তন সাধারন সম্পাদক উপেন

চন্দ্র দে, বিধান রায়, আশীষ সাহা, স্বপন সাহা,সহ-সভাপতি অনিল মন্ডল,জয়েন্ট সেμেটারী অভিজিৎ

সাহা,আপ্যায়ণ সম্পাদক গৌতম পাল, স্বপন কুন্ডু, উজ্জ্বল কর্মকার , নব সাহা প্রমুখ সার্বিক আয়োজনে

সবার সাথে সার্বক্ষণিকভাবে তৎপর ছিলেন।

সবশেষে সংগঠনের সভাপতি অসিত রায় অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিসহ সকলকে, সিডনির সকল

বাংলা মিডিয়া সহ যারা এই অনুষ্ঠানকে সফল করতে বিভিনড়বভাবে পৃষ্টপোষকতা করেছেন তাদেরকে

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং সবার জীবনে নির্মল জ্ঞান ও চিন্তার উন্মেষ ঘটার আশাবাদ ব্যক্ত করে

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Please find below attached file for details with photos.


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment