বাংলাদেশা আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার আয়োজনে সিডনিতে বাংলাদেশের ৩৮তম গৌরবময় স্বাধীনতা দিবস উদযাপিত

বাংলাদেশা আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার আয়োজনে সিডনিতে বাংলাদেশের ৩৮তম গৌরবময় স্বাধীনতা দিবস উদযাপিত

সিডনি থেকে পিএস চুন্নুঃ শেখ হাসিনাকে এখনই-শক্ত ভূমিকা না নিলে বর্তমান সরকারের বিপুল জনপ্রিয়তায় ভাটার টান দেখা দিতে পারে। বিডিআর ষড়ন্ত্রের পর বিরোধী দলের নেত্রী এখনও ক্যান্টনম্যান্টের বাড়িতে থাকেন না। জামায়াতের যুদ্ধাপরাধী নেতা আলী আহসান মুজাহিদের গোপন কুষ্টিয়া ষড়যন্ত্রের খবর এরমাঝে জাতীয় পত্রপত্রিকায় ছাপা হয়েছে। সংসদে সালাউদ্দিন কাদের চৌধুরী গং যে ভূমিকা দেখাচ্ছেন তা আসলে দশ ট্রাক অস্ত্র চোরাচালান রহস্য, বিডিআর ষড়যন্ত্র আড়াল কড়ার চেষ্টা ছাড়া কিছু নয়। স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার সিডনিতে অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের আলোচনা সভায় ক্ষমতাসীন সরকারকে এসব ভাষায় হুসিয়ারি দিয়ে বলা হয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী তোমার ভয় কিসের? জনতার দুই তৃতীয়াংশ ম্যান্ডেট নিয়ে যে নেত্রী ক্ষমতায় এসেছে সে নেত্রীকে আরও শক্ত কঠোর ভূমিকা নিতে হবে। বিডিআরের ঘটনা সহ নানাকিছুতে ষড়যন্ত্রকারীরা উল্টো এখন যেভাবে আওয়ামী লীগকে জড়ানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে শক্ত ভূমিকা নিতে হবে নেত্রীকে। ষড়যন্ত্রকারীদের মুখোশ প্রকাশ্যে খুলে দিয়ে তাদের দৃষ্টান—মূলক বিচারের ব্যবস্থা করতে হবে। ষড়যন্ত্রকারীদের এখনই বিচারের সম্মুখিন না করা গেলে আগামীতে আজকের দুই-তৃতীয়াংশ জনপ্রিয়তা নাও থাকতে পারে।

গত ২৯ মার্চ, রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ অষ্ট্রেলিয়া শাখা বাংলাদেশের ৩৮তম গৌরবময় স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টায় এক আলোচনা সভা ও ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সিডনির গ্রীন স্কয়ার কমিউনিটি হল, রোজবেরীতে। অনুষ্ঠানের প্রথমে সাংগাঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা সভাপতি, সাধারন সম্পাদক ও অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহনের অনুরোধ জানান। এরপর গৌরবময় স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী

শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সশ্রদ্ধ চিত্তে স্মরন করা হয় মুক্তিযুদ্ধের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিন বনিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের সাধারন সম্পাদক ব্যারিষ্টার সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, জয়েন্ট সেক্রেটারী পি এস চুন্নু, বঙ্গবন্ধু সোসাইটি অব অষ্ট্রেলিয়ার সভাপতি আব্দুল জলিল, বাংলাদেশ পূজা এসোসিয়েশন সভাপতি অসিত রায়, আওয়ামীলীগ নেতা এমদাদুল হক বকুল, লিয়াকত আলী লিটন, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাংগাঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ড. রতন লাল কুন্ডু, অষ্ট্রেলিয়া মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা বিলকিস জাহান, সাংবাদিক ফজলুল বারী প্রমুখ।

অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রবিন বনিক সভায় বলেন, বিডিআর বিদ্রোহের আড়ালে আসলে গত ২৪ অক্টোবর শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল। অসুস’তার কারনে শেখ হাসিনা সেদিন বিডিআরের ডিনারে যাননি। বিডিআর বিদ্রোহ সহ সব ষড়যন্ত্রের পিছনে জড়িত স্বাধীনতা বিরোধী, রাজাকার-আলবদর মৌলবাদী চক্র। এদের বিচারের ব্যবস’া না করা পর্যন— গণতন্ত্র এবং দেশের ভবিষ্যত নিরাপদ নয়। সালাহউদ্দিন কাদের চৌধুরী আজ জাতীয় সংসদে এসব মৌলবাদী চক্রের মুখপাত্রের ভূমিকা পালন করছে। রবিন বনিক বলেন, পিলখানা ষড়যন্ত্রের মোকাবেলায় শেখ হাসিনা আন—র্জাতিক মানের নেতৃত্বের প্রমান দিয়েছেন। অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার সিরাজুল হক বলেন, প্রবাসে বসে আমরা যারা দেশের রাজনীতি করি সরকারের কাছে তারা কিছু চাই না। শুধু চাই দেশ ভালো থাকুক। আহসান উল্লাহ মাষ্টার, কিবরিয়া হত্যাকান্ড, এমনকি ২১ আগষ্টের গ্রেনেড হামলার পরেও বলার চেষ্টা হয়েছে এসবের পিছনে নাকি আওয়ামী লীগের অভ্যন—রীন কোন্দল জড়িত! সর্বশেষ বাংলাদেশ সফরের অভিজ্ঞতার উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোর টকশোগুলোর দৃষ্টিভঙ্গি দেখে মনে হয়েছে আওয়ামী লীগই যেন এসব বিদ্রোহ-অনাসৃষ্টি ঘটিয়েছে! তিনি প্রশ্ন রেখে বলেন, যেখানে আওয়ামী লীগ এখন রাষ্ট্র ক্ষমতায় সে কিভাবে এধরনের ন্যাক্কারজনক ষড়যন্ত্র করতে পারে? আসলে নির্বাচনে বিপুল পরাজয়ের বেদনা যারা ভুলতে পারছে না তারাই এমন নানা ষড়যন্ত্রতত্ত্বের নামে জাতিকে বিভ্রান— করতে চাইছে।

বঙ্গবন্ধু সোসাইটি অব অষ্ট্রেলিয়ার সভাপতি আব্দুল জলিল বলেন, স্বাধীনতার আটত্রিশ বছরের তিরিশ বছরই স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল। বিগত কেয়ারটেকার সরকারের আমলে বাংলাদেশে ভালো কিছু কাজও হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা সহ এমন ভালো কাজগুলো বর্তমান সরকারের এগিয়ে নিয়ে যেতে হবে।

অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারী ও সোনার বাংলা সম্পাদক পি এস চুন্নু বিডিআরের বিদ্রোহ মোকাবেলায় প্রধানমন্ত্রীর প্রজ্ঞার প্রশংসা করে সরকারের সমর্থনে অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের ভূমিকাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করেন। জনগনের বিপুল ম্যান্ডেট নিয়ে আসা এ সরকারকে নির্বাচনের সময় দেয়া প্রতিশ্র“তি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার আহবান জানান।

বাংলাদেশ পূজা এসোসিয়েশনের সভাপতি অসিত রায় আক্ষেপ করে বলেন বিডিআরের ঘটনা দেশের গোয়েন্দারা সরকারকে আগেভাগে জানাতে পারল না অথচ বিদেশের পত্রিকায় ষড়যন্ত্রের নেপথ্যের ঘটনাবলী ছাপা হয়েছে। দেশে স্বাধীনতা বিরোধি সাম্প্রদায়িক শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে দেশে এবং প্রবাসে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক,জঙ্গীবাদসহ সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

ড. রতন লাল কুন্ডু বলেন, বাংলাদেশের আজকের জঙ্গীবাদ পাকিস—ানি দ্বিজাতি তত্ত্বের ফসল। মৌলবাদী চেতনার মূলোৎপাটন ছাড়া জঙ্গীবাদের অবসান হবে না। সর্বশেষ ভোলার মাদ্রাসার ঘটনা সেটিই দেশের মানুষকে মনে করিয়ে দিয়েছে।

অষ্ট্রেলিয়া মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিলকিস জাহান বলেন, ধৈর্য-সততা-সাহস সহ এগিয়ে গেলে যে জনতার কাছ থেকে পুরষ্কার পাওয়া যায় শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বই তার জ্বলন্ত প্রমান। অষ্ট্রেলিয়া আওয়ামী লীগকেও এর অনুসরনে তিনি এগিয়ে যাবার আহবান জানান।

আলোচনা অনুষ্ঠানের পর এ প্রজন্মের দুই শিশু শিল্পী ঐশি বসাক ও সারা হক কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করে। এবং কবিতা আবৃত্তি করেন অসিত রায়।এরপর সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ব্যারিস্টার সিরাজুল হক। অনুষ্ঠান শেষে সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

Please click on below pdf file for details photos and article.


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment