অস্ট্রেলিয়া বিএনপির মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

অস্ট্রেলিয়া বিএনপির মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এম,মোরশেদ অস্ট্রেলিয়া থেকে : মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া শাখার উদ্দ্যোগে ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়। কর্মসূচীর মধ্যে ৮ই নভেম্বর রোববার সিডনির সেন্টপিটার্স লাইব্রেরি হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের প্রাক্তন সভাপতি ড.ইঞ্জিনিয়ার হুমায়ের চৌধুরী রানা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুর কবির।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গিতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পরপরই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ্য শহীদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশে গনতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধানজলী নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক মনজুর মোরশেদ সারোয়ার বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল মাসুদ, বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক মোসলেহউদ্দিন আরিফ, বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক ও জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি কুদরতউল্ল্যাহ লিটন, অস্ট্রেলিয়া যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম তারেক, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক মোবারক হোসেন, অস্ট্রেলিয়া ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা মোরশেদ নিথুন, বিএনপি নিউ সাউথ ওয়েলস শাখার সাধারন সম্পাদক আশরাফুল আলম রনি, সর্দার মো: খালেদ প্রমুখ।

সভায় আর ও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে, বিএনপি অস্ট্রেলিয়ার নেত্রী সাইয়েদা খানম আঙ্গুর ,জাসাস অস্ট্রেলিয়ার সভাপতি বেলাল হোসেন ঢালী,আবুল বাসার মিলন , যুবদল অস্ট্রেলিয়ার যুগ্ম আাহ্বায়ক এস.এম.রানা, শফিকুল ইসলাম সুমন, হাসান আল মামুন,রাশেদুল হক, ওমর ফারুক, ফারুক হোসেন ,কাজী হাসান , সালাউদ্দিন মানিক, মাজনুন হাবিব রনি, আবীর পারভেজ , সজিব আহমেদ, আব্দুর রহিম, মো¯Íফিজ আল মামুন, নেসার আহমেদ,মোনায়েম খান মিশু, খোন্দকার রবিউল হাসান অন্যতম।

আলোচনা সভায় নেতৃবৃন্দ তাঁবেদার হাসিনা সরকারের মন্ত্রী কর্তৃক ঐতিহাসিক ৭ই নভে¤¦র জাতীয় বিúøব ও সংহতি দিবস কে মুক্তিযোদ্ধা হত্যা দিবস বলায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, একদলীয় বাকশালের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা, ২৫শালা গোলামী চুক্তির মাধ্যমে দেশের ˉ¦াধীনতা বন্ধকী দেয়া তথা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্রের বিরুদ্ধ্যে দেশপ্রেমিক সিপাহী ও জনতার দেশ ও ¯¦াধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বতস্ফূর্ত বিúøব। বক্তারা অনতিবিল¤েব ঐতিহাসিক ৭ই নভে¤¦র জাতীয় বিúøব ও সংহতি দিবসের সরকারী ছুটি পুণর্বহালের দাবী জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধ্যে দায়েরকৃত সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানান অন্যথায় অস্ট্রেলিয়া সহ সমগ্র বহিঃবিশ্বে দেশে ও প্রবাসে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী করেন ।

সভাপত্বির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন ,আজকে আওয়ামী লীগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিপক্ষে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালন করে। কিন্তু তাদের মনে রাখতে হবে, চতুর্থ সংশোধনী এনে বাকশালের মাধ্যমে নিজ দলসহ সকল রাজনৈতিক দল বিলুপ্ত করা হয়। জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় রাজনীতি ফিরিয়ে দেয়ায় আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পায়। আজকের আওয়ামী লীগ ৪৮ সালের আওয়ামী লীগ নয়, এটা জিয়ার দান করা আওয়ামী লীগ। সভা শেষে খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২২শে নভেম্বর রোববার বাংলাদেশ দুতাবাসের সিডনিস্থ কনসুলেট অফিস ঘেরাও ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানান।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment