সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ এসোসিয়েশন অব অষ্ট্রেলিয়া

৬ জুলাই ২০০৮
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ এসোসিয়েশন অব অষ্ট্রেলিয়ার সকল সম্মানিত সদস্য/সদস্যা এবং বাংলাদেশ কমিউনিটির সকলের
অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কমিউনিটির বৃহত্তর স্বার্থে ও সংগঠনকে আরও গতিশীল করার লৰে আহবায়ক
কমিটির সিদ্ধানত্দ মোতাবেক এসোসিয়েশনের একটি শক্তিশালী কমিটি গঠনের জন্য আহবায়ক কমিটির সদস্য সংখ্যা
বাড়ানো হয়েছে। নিমড়ববর্নিত ৪ (চার) নতুন সদস্য আহবায়ক কমিটিতে অনত্দভর্ুক্ত করা হয়েছে।
* ব্যারিষ্টার সিরাজুল হক
* মুসতাক আহমেদ সৈয়দ
* মনিরম্নল হক জর্জ
* ডা. আব্দুর ওয়াহাব বকুল
আরো উলেস্নখ যে, আহবায়ক কমিটির সিদ্ধানত্দ মোতাবেক নির্বাচন সুষ্ঠভাবে সম্পনড়ব করার জন্য কমিউনিটির অন্যতম
একনিষ্ঠ সংগঠক ও সমাজকমর্ী জনাব শাহ আলম সৈয়দ-কে বাংলাদেশ এসোসিয়েশন অব অষ্ট্রেলিয়ার আগামী
২০০৮-২০০৯ সালের নির্বাচন পরিচালনার নির্বাচন কমিশনার এর দায়িত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ কমিউনিটির সকল সদস/সদস্যাকে আগামী ২৭শে জুলাই ২০০৮, সন্ধ্যা ৬.০০ ঘটিকার মধ্যে সদস্যপদ
নবায়ন বা নতুন সদস্যপদ গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সদস্যপদ নবায়ন বা গ্রহণ করবেন তারা
নির্বাচনে অংশগ্রহনের যোগ্যতা অর্জন করবেন। উলেস্নখ্য প্রাক্তন সভাপতি জনাব গামা আব্দুল কাদির স্বাৰরিত ৩০শে
মার্চ ২০০৮ এর মধ্যে এবং প্রাক্তন সভাপতি রবিন বনিক স্বাৰরিত ৩০শে এপ্রিল ২০০৮ এর মধ্যে যারা সদস্যপদ
নবায়ন বা গ্রহণ করেছেন তারাও নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন।
সদস্যপদ গ্রহণ ও নবায়নের জন্য যোগাযোগ করম্নন:
আহবায়ক: একে এম শামসুজ্জামান – ০৪২২ ৮৪৭ ৮৮১, সদস্য: গামা আব্দুল কাদির -০৪০২ ০৫৫ ৪৪৪, রবিন
বনিক – ০৪২২ ৮৬৪ ৮৬৪, ব্যারিষ্টার সিরাজুল হক – ০৪১৯ ৪৩৪ ৫৩৬, মুশতাক আহমেদ সৈয়দ – ০৪২২ ৪০৭
৩৯২, সালাউদ্দিন জিলু – ০৪২১ ৩২৯ ৫৪২, আবুল কালাম খান – ০৪০২ ২৫৫ ৬৩৬; সদস্য সচিব: ডা. আব্দুল
ওয়াহাব বকুল – ০৪৩৩ ৪১১ ৬১৩; সদস্য: মনিরম্নল হক জর্জ – ০৪২৩ ৮১৮ ৮৯২
কমিউনিটির বৃহত্তর স্বার্থে সুষ্ঠ ও সাবলীলভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা
একানত্দভাবে কাম্য।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment