মাসিক মুক্তমঞ্চের আয়োজনে সিডনিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানঃ জীবন ও রাজনীতি’ গ্রন্থের বর্ণাঢ্য উদ্বোধন

মাসিক মুক্তমঞ্চের আয়োজনে সিডনিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানঃ জীবন ও রাজনীতি’ গ্রন্থের বর্ণাঢ্য উদ্বোধন

গত ১লা নভেম্বর ২০০৮ সিডনির ইষ্ট লেকসস্থ একটি প্রখ্যাত রেস্টুরেন্টে বাংলাদেশের বিশিষ্ট কলামিষ্ট, বঙ্গবন্ধু গবেষক ও প্রখ্যাত রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব জনাব মোনায়েম সরকার সম্পাদিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানঃ জীবন ও রাজনীতি’ গ্রন্থের বর্ণাঢ্য মোড়ক উম্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর ভারপ্রাপ্ত রাস্ট্রদুত জনাব মাহবুব হাসান সালেহ। স্থানীয় বাংলা পত্রিকা ‘মাসিক মুক্তমঞ্চ’ এর আয়োজনে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে সিডনির গন্যমান্য ব্যক্তিদের ব্যাপক সমাবেশ পরিলক্ষিত হয় এবং বইটি সম্পর্কে আগ্রহ জনাব মোনায়েম সরকারকে আলোড়িত করে। অনুষ্ঠানে বাংলাদেশ বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক(বেন)-এর প্রধান ব্যক্তিত্ত্ব মুক্তিযোদ্ধা কামরুল আহসান খান, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জনাব আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব ইকবাল ফারুক, এসোসিয়েশন ওফ অস্ট্রেলিয়ার সভাপতি জনাব হারুন রাশিদ ও সাধারণ সম্পাদক জনাব গিয়াস উদ্দীন মোল্লা, একুশে একাডেমীর সাধারণ সম্পাদক জনাব নেহাল নেয়ামুল বারী, কোষাদ্যক্ষ জনাব মফিজুল হক, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার আহবায়ক ডঃ শামস রহমান ও সদস্য সচিব জনাব আনিসুর রহমান রিতু, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ত্ব মুক্তিযোদ্ধা জনাব মিজানুর রহমান তরুন ও সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ত্ব মুক্তিযোদ্ধা জনাব হারুন রশিদ আজাদ , বাংলাদেশ পুজা ও কালচারের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নির্মল পাল ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব পরমেশ ভট্যাচার্য্য, ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক জনাব অপু সারোয়ার সহ প্রখ্যাত কলামিষ্ট জনাব অজয় দাস গুপ্ত, ডঃ কাইউম পারভেজ, রেডিও ব্যক্তিত্ত্ব ডঃ নার্গিস বানু , ওয়েব পত্রিকার সম্পাদকবৃন্দ জনাব আনিসুর রহমান, জনাব আবদুল মতিন, মিডিয়া ব্যক্তিত্ত্ব এনা’র অস্ট্রেলিয়া প্রতিনিধি জনাব কায়সার আহমেদসহ বিপুল সংখ্যক সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব জনাব জন মার্টিন, জনাব গোলাম মোস্তফা, জনাবা কবিতা পারভেজ, জনাবা অমিয়া মতিন, জনাবা খালেদা কায়সার, জনাব জিয়া আহমেদ অনুষ্ঠানের মান উজ্জল করেন।

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদ নেতৃত্ত্ব বিশেষ করে মুক্তিযোদ্ধা উসমান গনি, ডঃ রোনালড পাত্র, ডাঃ নুর-উর-রহমান খোকন, জনাব ওয়ালিউর রহমান টুনু, ডাঃ লাভলী রহমান, ব্যারিস্টার সলিসিটর আমজাদ হোসেন, জনাব মশিউর রহমান হ্রদয়, জনাব আবদুল হাকিম, জনাব জাহাংগীর আলম, জনাব ফরিদ আহমেদসহ আরো অনেক বঙ্গবন্ধুপ্রেমী উপস্থিত ছিলেন।

মাসিক মুক্তমঞ্চের প্রধান সম্পাদক জনাব আল নোমান শামীমের সভাপতিত্বে ও জনাব রাজন নন্দীর উপস্থাপনায় এই মোড়ক উম্মোচন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জনাব জন মার্টিন। ভারপ্রাপ্ত রাস্ট্রদুত জনাব মাহবুব হাসান সালেহ মোড়ক উম্মোচনের প্র তার বক্তব্যে জাতির প্রতি প্রবাসীদের দায়িত্বের কথা মনে করিয়ে দেন এবং সেই সাথে এই ২ টি পর্বের বই দু’খানি হাই কমিশনের গ্রন্থাগারে হস্তান্তর করার জন্য জনাব মোনায়েম সরকারকে ধন্যবাদ জানান। জনাব মোনায়েম সরকার তথ্যবহুল বক্তব্যে গ্রন্থটির সম্পাদনার ইতিহাস বর্ণনা করেন এবং এই বইটি প্রকাশে ব্যাপক বাধা-বিপত্তির কথা ব্যাখ্যা করে বলেন, কোনো বাধাই ইতিহাসের সামনে বাঁধা নয়। উপস্থিত বিপুল সুধীজনের ব্যাপক আগ্রহে আবেগাপ্লুত জনাব মোনায়েম সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর আরো বৃহদাকারে কাজের অংগীকার করেন। তিনি এই স্বল্প সময়ের মধ্যে মোড়ক উম্মোচন অনুষ্ঠানটি আয়োজনের জন্য ‘ মাসিক মুক্তমঞ্চ’-এর সম্পাদককে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য ও প্রশ্ন রাখেন জনাব কায়সার আহমেদ, জনাব আনিসুর রহমান রিতু, জনাব ফারুক ইকবাল, জনাব আনিসুর রহমান, জনাব উসমান গনি,ডাঃ নুর-উর-রহমান খোকন, ডঃ রোনালড পাত্র, জনাব নেহাল নেয়ামুল বারী, জনাব কামরুল আহসান খান, ডঃ শামস রহমান, জনাব অজয় দাস গুপ্ত।

মোড়ক উম্মোচন শেষে উপস্থিত সুধীবৃন্দকে ডিনারে আপ্যায়িত করা হয়।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment