ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের Art Festival এ Best Award লাভ করেছেন আইরিন রহমান

ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের Art Festival এ Best Award লাভ করেছেন আইরিন রহমান

সম্প্রতি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের উদ্যোগে অত্র এলাকার অত্যন্ত জনপ্রিয় Festival of Fisher’s Ghost শেষ হয়েছে। প্রতি নভেম্বর মাসে ১০ দিনব্যাপী এ ফ্যাষ্টিব্যাল শুরু হয় ১৯৫৬ সাল থেকে। অষ্ট্রেলিয়ার প্রখ্যাত Ghost Frederick Fisher এর নাম অনুসারে এ উৎসবের নামকরন করা হয় ‘Fisher Ghost Festival’. এবারের ফ্যাষ্টিব্যালে Street Parade, the prestigious Fisher’s Ghost Art Award, Annual Fisher’s Ghost Fun Run, a Street Fair, Craft Exhibition, open days and a giant carnival with fireworks. উৎসবের অন্যতম আকর্ষন ছিল Art এবং Craft Exhibition. Exhibition এ জুনিয়র, নিটিং, পেপার ক্রাফট, উন্মুক্ত আর্ট ও ক্রাফট ক্যাটাগরিতে প্রায় অর্ধ শতাধিক শিল্পীর নির্বাচিত চিত্রকর্ম স্থান পায়। মিন্টুস্থ বাংলাদেশী আইরিন রহমানের নির্বাচিত পাচঁটি কোলাস চিত্রকর্ম প্রর্দশিত হয়। প্রাকৃতিক উপাদান এবং Acrylic Colour এর মাধ্যমে তৈরী Childhood Memory, Garden Fence, Child World, Harmony of Village Life & Flower with fish bone চিত্রগুলি সপ্তাহব্যাপী প্রদর্শিত হয়।

আইরিন রহমানের Egg shale উপর Acrylic Colour এর মাধ্যমে আকাঁ চিত্র Childhood Memory চিত্রকর্মটি উন্মুক্ত ক্যাটাগরিতে Best Award লাভ করেন। পুরস্কার বিতরন করেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র মি. Russell Matheson পুরস্কার বিতরন অনুষ্ঠানে ডেপুটি মেয়র, বিভিন্ন কমিউনিটির সদস্যবৃন্দ এবং ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সহ সভাপতি মি. মাসুদ চৌধুরীও উপস্থিত ছিল। উল্লেখ্য যে, আইরিন রহমান Dhaka University অধীন Home Economics College থেকে Related Arts এ প্রথম শ্রেনীতে উর্ত্তীন হওয়ার পর সিডনীতে স্থায়ীভাবে বসবাস করছেন। এক কন্যা আইয়েনা রহমানের জননী আইরিন রহমান সিডনীর বাংলা কাগজ স্বদেশ বার্তার সহকারী সম্পাদক আতিকুর রহমানের সহধর্মী। তিনি ছোট বেলা থেকেই ছবি আকঁছেন। ইতিপূর্বে Pyrmont Art Festival সহ বিভিন্ন স্থানে আইরিন রহমানের চিত্রকর্ম প্রর্দশিত হয়।

Click here for Event Photos


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment