কৃষিবিদ ডঃ মশিউল হক এর দেহ ত্যাগ

কৃষিবিদ ডঃ মশিউল হক  এর দেহ ত্যাগ

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কৃষিবিদ ডঃ মশিউল হক গত বৃহস্পতিবার (১২ জুন ২০১৪) সকালে গুঁড়তর হার্ট এ্যাটাকে মেলবোর্ন হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে…রাজেঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। হার্ট এ্যাটাকের সাথে সাথে তাঁকে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকদের গাফিলতির কারণে এই মৃত্যুকে দায়ী করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে ৪০ মিনিটেও তাঁর কোন চিকিৎসা প্রদান করে নাই।

ডঃ মশিউল হক বাংলাদেশের উত্তরবঙ্গের চাপাই নবাবগঞ্জে জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানে প্রধান গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৬ সাল থেকে তিনি পরিবার সহ মেলবোর্নে স্থায়ী ভাবে বসবাস করছিলেন। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন কনসালটিং ফার্মে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। আশির দশকের মাঝামাঝি তিনি ফিলিপিন্স থেকে পি এইচ ডি ডিগ্রী লাভ করেন। কর্মজীবনে অত্যন্ত দায়িত্বশীল এবং সৎ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন।

সদা-হাস্য এই বিজ্ঞানীর অকাল মৃত্যুতে অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশে তাঁর শুভানুধ্যায়ীর মাঝে বিষাদ নেমে আসে। কৃষিবিদ অস্ট্রেলিয়া এক বার্তায় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে,মেয়ে, মেয়ের জামাতা, নাতী সহ অনেক গুনগ্রাহি রেখে গেছেন।

পরম করুণাময় আল্লাহ তায়ালা মরহুম ডঃ মশিউল হককে জান্নাতবাসী করুন। আমিন।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment