সৃজনশীল লেখালেখি বিষয়ক কর্মশালা

সৃজনশীল লেখালেখি বিষয়ক কর্মশালা

হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে

সুকুমার রায়ের এই পংক্তিটি সর্বাংশে সত্য, একদিনে কেউ লেখক হয় না। এর জন্য লাগে দীর্ঘ সাধনা আর প্রচুর পরিশ্রম। থাকতে হয় দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গী। তবে শুধু এতেই চলে না, লেখালেখির জন্যে আরও যেটা লাগে, সেটা হল গৃহিনীপনা আর কাঠামোজ্ঞান – ভাষার ব্যবহার, বাক্য গঠন, ছন্দ নিরূপন, বলবার ভঙ্গী, নাটকীয়তা সৃষ্টি ও বিষয়বস্তুর বিন্যাস – এসব আপনা আপনি আসে না, সচেতনভাবে শিখতে হয়, যদিও দৃষ্টিভঙ্গী শেখানোর নয়, ওটা আসে ব্যক্তির অভিজ্ঞতার ঝুলি থেকে।

ছোটগল্পের সঙ্গে কবিতার কিম্বা পত্রিকার রিপোর্টের আঙ্গিকের যেমন পার্থক্য আছে, তেমনি ছোটগল্পের আছে নানান রকমের আঙ্গিক। লেখককে তাই প্রতিভাবান শিল্পীর পাশাপাশি হতে হয় নিপুন মিস্ত্রীও, দৃষ্টি আর আঙ্গিকের রসায়নে তৈরী হয় একটি মানোত্তীর্ণ লেখা। আমরা যারা লেখালেখি করতে চাই, তাদের জন্য লেখালেখির এই আঙ্গিকগত দিকগুলো ধরিয়ে দিতে আয়োজন করা হয়েছে এই কর্মশালার – মেলবোর্নে এ ধরনের আয়োজন আমার জানা মতে এটাই প্রথম।

আসুন, সবাই মিলে শিখি আর লিখি।

Date: Saturday, 24th August 2013 Time: 10AM to 5-00 PM Venue: 684 Barkly Street, West Footscray Admission: $10


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment