Bangladeshi Students win state government popular choice award
The RAW team consists of six friends who have been socializing for the past one year at Churchill, Victoria. Just before the ‘App My State’ Hack day (http://www.premier.vic.gov.au/app-my-state/hack-day.html) they decided its enough partying, now its time to do something productive and creative. They joined the ‘hack day’ and won the popular category (people’s choice) award. After that from hour-less brain storming and sleepless nights starting from Hack day, they built RAW in just less than 2 weeks. And the idea is so BIG, they figure they won’t really be able to stop by the end of ‘App My State’… rather it’s just the beginning.
To know more about the ‘Remindanyway’ team visit at http://www.remindanyway.com/about-us
অস্ট্রেলিয়ায় ছয় প্রোগ্রামারের সাফল্য
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রাদেশিক সরকারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সৃজনশীল সফটওয়্যার তৈরির প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সেরা হয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী ছয়জন বাংলাদেশি প্রোগ্রামার। ‘অ্যাপ মাই স্ট্যাট’ নামের এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল সরকারি তথ্যভান্ডারকে কাজে লাগিয়ে জনসাধারণের প্রাত্যহিক কর্মকাণ্ডের সহযোগী অথবা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সহায়ক সৃজনশীল সফটওয়্যার তৈরি করা। বাংলাদেশি ছয়জন প্রোগ্রামার শহীদ, শায়লা, রুনা, কামরুল, তানভীর ও সৈকতের তৈরি ‘রিমাইন্ড এনিওয়ে (আরএডব্লিউ—র)’ নামের সফটওয়্যারটি জিতে নেয় সেরার পুরস্কার। ছয়টি মূল বিভাগের মধ্যে জনপ্রিয় (পপুলার চয়েস) বিভাগে পুরস্কার জিতেছে আরএডব্লিউ সফটওয়্যারটি। মেলবোর্নে চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে দলটি পেয়েছে ১০ হাজার ডলার পুরস্কার।
পুরস্কারজয়ী প্রোগ্রামাররা ই-মেইলে প্রথম আলোকে জানান, মোবাইল ফোনের জন্য গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে ব্যবহার উপযোগী এ সফটওয়্যার প্রাত্যহিক নানা ধরনের কাজকে অনেক সহজ করে দেবে। নির্মাতারা সফটওয়্যারটিতে ভিক্টোরিয়া এলাকার সব স্থাপনাকে আরএডব্লিউর সার্ভারে রেখেছেন, যাতে মোবাইলের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মাধ্যমে তালিকা অনুযায়ী কাজের অনুসন্ধানও পাওয়া যাবে। এমন সব সুবিধা দেখে প্রতিযোগিতায় বিভিন্ন সফটওয়্যারের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে আরএডব্লিউ সফটওয়্যারটি। ভবিষ্যতে জনপ্রিয় গুগল ক্যালেন্ডারের সঙ্গে আরএডব্লিউর সংযোগ স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে www.premier.vic.gov.au/app-my-state ওয়েবসাইটে এবং সফটওয়্যারের বিস্তারিত www.remindanyway.com ঠিকানায়। —নুরুন্নবী চৌধুরী
Link requested by Borhanuddin Shafi Bijoy | original source at http://www.prothom-alo.com/detail/date/2010-08-02/news/83249