Nasreen Apa's Farewell from Darwin

Nasreen Apa's Farewell from Darwin

সম্প্রতি আমাদের ডারুইনের ছোট্ট বাংলাদেশি সমাজের অতি প্রিয় নাসরিন আপা অবসর জীবন যাপনের জন্য ডারুইন ছেড়ে মালেশিয়া চলে গেলেন। ১৯৯৬ থেকে ২০১২ এই দীর্ঘ সময় নাসরিন আপা ডারুইনের সাংস্কৃতি অঙ্গনে ছিলেন এক অতি পরিচিত মুখ। মনে প্রানে যদিও তিনি একজন রবীন্দ্র ভক্ত তবে তার ছায়াতে থেকে ডারুইনের ছোট বড় সবাই আমরা করেছি আনেক অণুষ্ঠান। আমারা সবাই ডারুইনবাসী তাকে বিদায় দেবার জন্য আয়োজন করেছিলাম একটা ছোট্ট অনুষ্ঠয়ানের।

মানপত্রের পরিবর্তে তাকে নিয়ে বানানো একটা ভিডিও দেথানো হয় সবাইকে।

আর আমার সবাই তার শেখানো এবং প্রিয় গান গেয়ে আর নাচের মাধ্যমে তাকে বিদায় দেই।

সেখান থেকে কিছু।





আমারা ডারুইনবাসি সব বাঙ্গালী নাসরিন গনির দীর্ঘ, সূস্থ জীবন কামনা করি।

ধন্যবাদ

Chowdhury Md. SADARUDDIN


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment