বাংলা রেডিও ক্যানবেরার ১৪ বছর উদযাপন: শ্রধ্যাবোধ আর সহনশীলতার ফল

বাংলা রেডিও ক্যানবেরার ১৪ বছর উদযাপন: শ্রধ্যাবোধ আর সহনশীলতার ফল

বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন ক্যানবেরার অঙ্গ সংগঠন হিসাবে গত রবিবার (৪ঠা নভেম্বর ২০১২) বাংলা রেডিও ক্যানবেরা ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ক্যানবেরার বেলকনেন কমিউনিটি হলে আয়োজন করেছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠান “যাত্রা”। টানা এক ঘণ্টা ৩০ মিনিটের এই অনুষ্ঠানে বাংলা রেডিওর বর্তমান উপস্থাপক, পরিচালক আর তাদের সহযোগীরা মোট ১৮ টি গান, দুটি কবিতা আবৃতি, আর একটি নাটকে অভিনয় করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছিল। এর আগে বাংলা রেডিও ক্যানবেরা এধরনের কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করে নি – রেডিওর সাথে যুক্ত উপস্থাপক আর পরিচালকদের অনেকের জন্যে এটাই বোধ করি প্রথম স্টেজ পারফরমেন্স ছিল। তা স্বত্বেও যে ভাবে অনুষ্ঠানটি শেষ হয়েছিল, যে ভাবে মুগ্ধ হয়ে উপস্থিত দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করছিল তাতে মনে হয়েছে স্টেজের সকলেই প্রফেশনাল স্টেজ পারফর্মার। আগ্রহী পাঠকদের কথা চিন্তা করে সেই সন্ধ্যার পুরো অনুষ্ঠানটি youtube এ আপলোড করা হয়েছে।

নাটকের মাধ্যমে স্টেজে অনুষ্ঠানটির শুরু; নাটকের মাধ্যমে শেষ। মাঝে ছিল গান আর আবৃতি- যারা প্রথম থেকে অনুষ্ঠানটি দেখেছেন তাদের কাছে মনে হতে পারে যেন পুরো অনুষ্ঠানটিই একটা নাটক; আর যারা মাঝামাঝিতে এসে অনুষ্ঠানটি দেখেছেন তাদের কাছে হয়ত মনে হয়েছে অনুষ্ঠানটি বিভিন্ন পর্বে বিভক্ত-গান, কবিতা আর নাটক। জেনেছি গান গুলো সিলেক্ট করার সময় সবাইকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, নাটকটির স্ক্রিপ্ট লিখেছিল নবাগত দুজন প্রোডিউসার। বাংলা রেডিও ক্যানবেরার উপস্থাপক, পরিচালক, শ্রোতা আর শুভাকাঙ্ক্ষী সকলের লেখা নিয়ে রেডিওর ১৪ বছরে পদার্পণকে স্মরণ রাখতে ‘যাত্রা’ নামে একটি souvenir-ও বের করা হয়েছে।

ক্যানবেরাতে যে বাংলা রেডিও আছে সেটা আমি প্রথম জানতে পারি রেডিওর বর্তমান করডিনেটর অজয় দা যখন আমার স্ত্রী, পারমিতার একটা রেডিও ইন্টার্ভিউ নিয়েছিল তখন। ক্যানবেরা ইউনিভার্সিটিতে ২০১০ সালে বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন ক্যানবেরা ‘বঙ্গ উৎসব’ নামে যে একটা অনুষ্ঠান করেছিল সেই অনুষ্ঠানে আমি আর পারমিতা গিয়েছিলাম। পারমিতা ক্যানবেরাতে তখন নতুন। নতুন হিসাবে ক্যানবেরার এসব অনুষ্ঠান কেমন লাগছে – এ নিয়েই একটা ইন্টার্ভিউ নিবে বলে রেকর্ডার হাতে অজয় দা এসে আমাকে বললেন যে পারমিতা বাংলা রেডিওতে একটা ইন্টার্ভিউ দিবে কিনা? প্রথমে কিছুটা লজ্জা পেলেও আমার কথাতে পারমিতা সেদিন রেডিওতে একটা ইন্টার্ভিউ দিয়েছিল। এর পর থেকেই একটু আধটু দু-একটা রেডিওর অনুষ্ঠান শুনতাম। বেশির ভাগ ক্ষেত্রেই অনলাইনে অনুষ্ঠান শুনতাম- একটু একটু করে অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালক দের অনেকরই নামের সাথে আমি আর পারমিতা পরিচিত হতে থাকি।এক সময় ৬মাসে একটা করে প্রোগ্রাম করবে এই ভাবনা থেকে পারমিতা রেডিওতে অনুষ্ঠানও শুরু করে। একে একে এভাবেই রেডিও পরিবারের সকলের সাথে আমাদের চেনা জানা হতে থাকে।

পারমিতার রেডিও প্রোগ্রামের স্ক্রিপ্ট তৈরির মাধ্যমে আমি বাংলা রেডিও ক্যানবেরার সাথে জড়িয়ে যাই । এ সূত্রেই জড়িয়ে যাই বাংলা রেডিও ক্যানবেরার ১৪ বছর উদযাপন অনুষ্ঠানের আয়োজনের সাথেও- সুযোগ হয় রেডিও পরিবারের একজন সদস্য হিসাবে অন্যান্য অনেকের সাথে কাজ করার। উদযাপন অনুষ্ঠানে রেডিও পরিবারের সাথে কাজ করতে এসে দেখেছি একের সাথে অন্যের আন্তরিকতা আর সুন্দর বোঝাপড়া। গানের আর নাটকের রিহার্সাল খুব বেশি হচ্ছে না বলে অনুষ্ঠানের মান’ভালো হবে না’ এমন একটা সন্দেহ থেকে আমি যখনই অনুষ্ঠানের করডিনেটর অজয় দার সাথে কথা বলতে চেয়েছি তখনই দেখেছি অনুষ্ঠান ‘ভালো হবে’ এমন একটা কনফিডেন্স নিয়ে আমাদের সকলকে উত্সাহ দিয়ে যাচ্ছেন তিনি। তার এই কনফিডেন্স-এর মূল কারণ, অজয় দার ভাষায়, ‘বাংলা রেডিও ক্যানবেরার শিল্পীরা অনুষ্ঠানটিকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে, অনুষ্ঠানটিকে নিজের অনুষ্ঠান মনে করে সবাই মনপ্রাণ দিয়ে কাজ করে যাচ্ছে। এদের সকলেই একের কথা অন্যে সহনশীলতার সাথে শূনে থাকে, যখন কোণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় এরা সিদ্ধান্ত নেয় আলোচনার মাধ্যমে। তাই বাংলা রেডিওর অনুষ্ঠান ভালো হবেই।’

অনুষ্ঠানের পরে অজয় দা ও অন্যদের সাথে কথা বলেছি। সবাই মনে করেন, সকলের আন্তরিক প্রচেষ্টাতে বাংলা রেডিও ভালো মানের একটা অনুষ্ঠান করেছে। শিল্পীদের মধ্যে শ্রধাবোধ আর একের প্রতি অন্যের সহনশীলতা থাকলে আমরা ভবিষ্যতে এধরনের অনেক ভালো প্রোগ্রাম করতে পারব। অনুষ্ঠান শেষে বাসাতে যখন ফিরছিলাম তখন মনে মনে ভাবছিলাম- ১৪ বছর উদযাপন বাংলা রেডিওকে কমুনিটি-তে যে পরিচিতি এনে দিয়েছে সে ধরনের পরিচিতির জন্যে বাংলা রেডিও ক্যানবেরার আরও আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল। দেরিতে হলেও বাংলা রেডিও এধরনের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্যে সংস্লিষ্ঠ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।

Video clips at:

http://www.youtube.com/watch?v=KFq5koJ7p2Q&feature=plcp
http://www.youtube.com/watch?v=I613o-TfEc0&feature=plcp

http://www.youtube.com/watch?v=g7wearaLzeE
http://www.youtube.com/watch?v=EArEF02rBSA
http://www.youtube.com/watch?v=1fDG74G-Osk
http://www.youtube.com/watch?v=WjXkaap_n4I
http://www.youtube.com/watch?v=4WR4FduJU2I
http://www.youtube.com/watch?v=cPw1vTQq83c
http://www.youtube.com/watch?v=qk2ouvr7qPQ
http://www.youtube.com/watch?v=MO2pnLAndQc
http://www.youtube.com/watch?v=uEobPbzRznk
http://www.youtube.com/watch?v=kSXhuz9He7w
http://www.youtube.com/watch?v=tInx-MYZMnI
http://www.youtube.com/watch?v=4aRI4QgVno4
http://www.youtube.com/watch?v=4byG3BDiF3w
http://www.youtube.com/watch?v=E90vgQwbDi8
http://www.youtube.com/watch?v=4uMe7rk49Ic
http://www.youtube.com/watch?v=rjWdvNcl_eQ
http://www.youtube.com/watch?v=yxjMS15lA3c
http://www.youtube.com/watch?v=H7CznR7cmYI
http://www.youtube.com/watch?v=j3wAlJQAlOc
http://www.youtube.com/watch?v=R6Cey6KiSWg
http://www.youtube.com/watch?v=I613o-TfEc0

2012/pdf/Vaskar_BanglaRadioArticle_742426000.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment