Bangladesh Night 2010 in Canberra

Bangladesh Night 2010 in Canberra

ক্যানবেরায় “বাংলাদেশ নাইট ২০১০” উদযাপন

গত ২৪ জুলাই ২০১০ (শনিবার) হাঁড় কাঁপানো শীতের সন্ধ্যায় এক আনন্দঘন পরিবেশে স্থানীয় ক্যানবেরা ইসলামিক সেন্টারের অডিটোরিয়ামে “বাংলাদেশ-অষ্ট্রেলিয়া এসোসিয়েশন, ক্যানবেরা”-র উদ্যোগে “বাংলাদেশ নাইট ২০১০” উদযাপিত হয় । এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যানবেরায় নিয়োজিত বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত লে. জে. মাসুদ উদ্দীন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন নেপিয়ান রোটারী ক্লাবের সাধারন সম্পাদক জনাব ফ্রাঙ্ক পরটেলি ।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিলো বাৎসরিক নৈশভোজ, বাংলাদেশের জনগণের কল্যানে নিয়োজিত বিশিষ্ট ব্যাক্তিবর্গকে স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান । এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব আতিক উল্লাহ্‌ অনুষ্ঠান উদ্বোধন করেন ।

এবারের “বাংলাদেশ নাইট ২০১০”-এর মূল উদ্দেশ্য ছিলো নৈশভোজ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরের বি”াপন বাবদ অর্জিত এবং স্পন্সরশীপের গৃহীত অর্থের পুরোটাই “অজি বাংলা সমাইল” চ্যারিটি সংস্থাকে প্রদান করা । উল্লেখ যে, “অজি বাংলা সমাইল” রোটারী ক্লাবের একটি প্রজেক্ট, যা বাংলাদেশের বিকৃত মুখের (ক্লেফট্‌) রোগীদের বিনামূল্যে চিকিৎসা করে থাকে । এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের জনগণের সাহায্য এবং সহযোগিতা করার জন্য বারবারা মিচেল, জুডি বারলোস, হেইকে ডিন্যাফ এবং ক্লিফ মিচেলকে সার্টিফিকেট প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠানে বাংলাদেশী ছাড়াও বিভিন্ন দেশের অনেক অতিথি উপস্থিত ছিলেন । অনুষ্ঠান আয়োজনে মূল স্পনসর ছিলো “মুসলিম কমিউনিটি কো-অপারেটিভ অষ্ট্রেলিয়া” নামক একটি ইসলামিক ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট সংস্থা ।

অনুষ্ঠানের মাঝে এসোসিয়েশনের বিগত অর্থ বছরের কার্যক্রমের উপর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় । নৈশভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশী শিল্পীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে । নৈশভোজের খাবার পরিবেশন করে সিডনীর “বনফুল” রেষ্টুরেন্ট । সুন্দর এবং সাবলীলভাবে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জিনাত জেবিন খান এবং তাথিরা ফাতেমা সিঁথি । অনুষ্ঠান শেষে এসোসিয়েশনের সভাপতি ডা: ময়েজুর রহমান অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ।

পরবাসের একঘেয়েমী জীবনে এরকম একটি সফল এবং উদ্দেশ্যমূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য বাংলাদেশ-অষ্ট্রেলিয়া এসোসিয়েশন, ক্যানবেরা” নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে । ক্যানবেরার প্রবাসী বাংলাদেশীরা আগামীতে এই ধরণের অনুষ্ঠান উপভোগ করার ইচ্ছে পোষন করেন।

Please click the following link for event photos at https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=11298


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment