Bangladesh Night 2010 in Canberra
ক্যানবেরায় “বাংলাদেশ নাইট ২০১০” উদযাপন
গত ২৪ জুলাই ২০১০ (শনিবার) হাঁড় কাঁপানো শীতের সন্ধ্যায় এক আনন্দঘন পরিবেশে স্থানীয় ক্যানবেরা ইসলামিক সেন্টারের অডিটোরিয়ামে “বাংলাদেশ-অষ্ট্রেলিয়া এসোসিয়েশন, ক্যানবেরা”-র উদ্যোগে “বাংলাদেশ নাইট ২০১০” উদযাপিত হয় । এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যানবেরায় নিয়োজিত বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত লে. জে. মাসুদ উদ্দীন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন নেপিয়ান রোটারী ক্লাবের সাধারন সম্পাদক জনাব ফ্রাঙ্ক পরটেলি ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিলো বাৎসরিক নৈশভোজ, বাংলাদেশের জনগণের কল্যানে নিয়োজিত বিশিষ্ট ব্যাক্তিবর্গকে স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান । এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব আতিক উল্লাহ্ অনুষ্ঠান উদ্বোধন করেন ।
এবারের “বাংলাদেশ নাইট ২০১০”-এর মূল উদ্দেশ্য ছিলো নৈশভোজ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরের বি”াপন বাবদ অর্জিত এবং স্পন্সরশীপের গৃহীত অর্থের পুরোটাই “অজি বাংলা সমাইল” চ্যারিটি সংস্থাকে প্রদান করা । উল্লেখ যে, “অজি বাংলা সমাইল” রোটারী ক্লাবের একটি প্রজেক্ট, যা বাংলাদেশের বিকৃত মুখের (ক্লেফট্) রোগীদের বিনামূল্যে চিকিৎসা করে থাকে । এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের জনগণের সাহায্য এবং সহযোগিতা করার জন্য বারবারা মিচেল, জুডি বারলোস, হেইকে ডিন্যাফ এবং ক্লিফ মিচেলকে সার্টিফিকেট প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠানে বাংলাদেশী ছাড়াও বিভিন্ন দেশের অনেক অতিথি উপস্থিত ছিলেন । অনুষ্ঠান আয়োজনে মূল স্পনসর ছিলো “মুসলিম কমিউনিটি কো-অপারেটিভ অষ্ট্রেলিয়া” নামক একটি ইসলামিক ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট সংস্থা ।
অনুষ্ঠানের মাঝে এসোসিয়েশনের বিগত অর্থ বছরের কার্যক্রমের উপর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় । নৈশভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশী শিল্পীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে । নৈশভোজের খাবার পরিবেশন করে সিডনীর “বনফুল” রেষ্টুরেন্ট । সুন্দর এবং সাবলীলভাবে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জিনাত জেবিন খান এবং তাথিরা ফাতেমা সিঁথি । অনুষ্ঠান শেষে এসোসিয়েশনের সভাপতি ডা: ময়েজুর রহমান অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ।
পরবাসের একঘেয়েমী জীবনে এরকম একটি সফল এবং উদ্দেশ্যমূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য বাংলাদেশ-অষ্ট্রেলিয়া এসোসিয়েশন, ক্যানবেরা” নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে । ক্যানবেরার প্রবাসী বাংলাদেশীরা আগামীতে এই ধরণের অনুষ্ঠান উপভোগ করার ইচ্ছে পোষন করেন।
Please click the following link for event photos at https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=11298