“প্রিয়অষ্ট্র্রেলিয়া” আয়োজিত ক্যানবেরায় “শীতের পিঠা ও কবিতা উৎসব” উদযাপন

“প্রিয়অষ্ট্র্রেলিয়া” আয়োজিত ক্যানবেরায় “শীতের পিঠা ও কবিতা উৎসব” উদযাপন

সাধারণ কেক খেতে ছোট-বড় সবারই ভালো লাগে । তবে সেই কেকের উপর যদি আইসিং দিয়ে সাজানো হয়, তাহলে সেটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও সুস্বাদু হয় । ঠিক তেমনই শীতের পিঠা উৎসবের সঙ্গে যদি কবিতা পাঠের আসর এবং জম্পেশ আড্ডা যোগ করা হয়, তাহলে কেমন হবে ? সে কথাই বলছি।

গত ৪ঠা জুলাই ২০১০, রোববার, ক্যানবেরার কনকনে শীতের বিকেলে বাংলাদেশ হাই কমিশনের অডিটোরিয়ামে “শীতের পিঠা ও কবিতা উৎসব ১৪১৭” শীর্ষক এক মনোঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান আয়োজন করে “প্রিয়অষ্ট্রেলিয়া” । অন্যান্য অতিথি-শ্রোতার সঙ্গে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত লে. জে. মাসুদ উদ্দীন চৌধুরী এবং তাঁর সহধর্মিণী মিসেস জেসমীন মাসুদ।

এই অনুষ্ঠানের আকর্ষণ ছিলো স্থানীয় কবি ও ছড়াকারদের স্বরচিত কবিতা/ছড়া পাঠ, সঙ্গীত ও সাহিত্য বিষয়ক প্রশ্নোত্তর এবং সঙ্গে ছিলো মজার মজার শীতের পিঠা, হালিম এবং চটপটি । তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো পশ্চিম বাংলার বিশিষ্ট কবি ও ছড়াকার অপূর্ব দত্তের স্বকন্ঠে নিজের কবিতা ও ছড়া আবৃত্তি । তিনি ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

অনুষ্ঠানের শুরুতে ছিলো “শেষের কবিতা রিভিজিটেড” ছবি প্রদর্শনী । এর পর ছড়া/কবিতা আবৃত্তি পর্বে অংশগ্রহণ করেন ছড়াকার ফজল হাসান, কবি আবেদ চৌধুরী, নিলুফার জাহান, আনোয়ার আকাশ, গোবিন্দ নাথ, শাহাদাত মানিক, সাদেকুর রহমান, জিয়াউল হক বাবলু, সাইফুল ইসলাম, নাজনীন চৌধুরী এবং তাহেরুল ইসলাম । এছাড়া মিসেস তৌফিকা কালাম আবৃত্তি করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা “শাহজাহান” । বাংলা সাহিত্যের প্রখ্যাত কথা সাহিত্যিক বনফুলের ছোটগল্প পড়ে শোনান সাকিবা রহমান । ক্ল্যাসিক্যাল সঙ্গীত পরিবেশন করেন অভিজিৎ সরকার । সঙ্গে গীটারে ছিলেন মোহাম্মদ খান মিন্টু এবং তৌহিদ শাহজাহান।

প্রধান অতিথি অপূর্ব দত্ত তাঁর অনেকগুলো কবিতা ও ছড়া আবৃত্তি করেন । কিভাবে তিনি একজন সফল ছড়াকার ও কবি হয়ে উঠেছেন, সে বিষয়ে আলোকপাত করেন । তাঁর সঙ্গে শ্রোতাদের প্রশ্নোত্তর ও আলোচনা পর্বের সঞ্চালক ছিলেন তপন কুন্ডু । পরে অপূর্ব দত্তকে শুভেচ্ছা হিসেবে উপহার প্রদান করেন ক্যানবেরা বাংলা স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো অতিথি ও শ্রোতাদের জন্য সাহিত্য বিষয়ক প্রশ্ন এবং উত্তর । সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হয় । এই পর্ব পরিচালনা করেন ফরহাদুর রেজা প্রবাল । পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শ্রাবণী পাল এবং অভিজিৎ সরকার।

অনুষ্ঠান শেষে “প্রিয়অষ্ট্রেলিয়া”র প্রধান সম্পাদক শাহাদাত মানিক প্রধান অতিথি এবং তাঁর সঙ্গে মেলবোর্ণ থেকে আগত অতিথিবৃন্দ এবং উপস্থিত শ্রোতামন্ডলীকে মনমুগ্ধকর অনুষ্ঠানে অংশগ্রগণ করার জন্য ধন্যবাদ ঞ্চাপন করেন।

হরেক রকমের সুস্বাদু শীতের পিঠা, হালিম, চটপটি, চা ও কফি পরিবেশনের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয় । খাবার-দাবার তৈরী এবং পরিবেশনায় সহযোগিতা করেন এলিস নাহার, অর্পিতা ঘোষ, অভিজিৎ ঘোষ, অভিজিৎ সরকার, হাসনাত জাহান, মাহবুবুর রহমান, মিন্টু মিত্র, মোহাম্মদ খান মিন্টু, মোসলেম, ওমর রহমান, প্রিয়াংকা বিশ্বাস, রাজিব পাল, রওশন মানিক, সাইফুল ইসলাম সোহেল, শাহদাত মানিক, শ্রাবণী পাল, তপন কুন্ডু এবং তপতী আদিত্য । পুরো অনুষ্ঠানটি ভিডিও ধারণ করেন অভিজিৎ ঘোষ ও মুহিত মাসিহ্ বাবু, স্হির চিত্রে ছিলেন মাহবুবুর রহমান টুটুল। অনুষ্ঠান শুরুর আগে উৎসাহীদের হাতে মেহেদী দিয়ে আল্পনা আকেঁন সামিরা রহমান সিলভী এবং শৈলী রহমান।

শুরুতেই বলছিলাম কেক ও আইসিংয়ের কথা । আসলেই এই হিম ঝরা ক্যানবেরার শীতের বিকেলে নানান ধরনের সুস্বাদু পিঠা এবং তার সঙ্গে কবিতা/ছড়া পাঠ ও জম্পেশ আড্ডা- কেক এবং আইসিং ছাড়া আর কি হতে পারে?

পরবাসের একঘেয়েমী জীবনে এরকম একটি সফল কবিতা/ছড়া আবৃত্তি এবং শীতের পিঠা খাওয়ার অনুষ্ঠান আয়োজন করার জন্য “প্রিয়অষ্ট্রেলিয়া” নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে । ক্যানবেরার প্রবাসী বাংলাদেশীরা বিপুল উৎসাহ আর উদ্দীপনা এবং আনন্দ-ফূর্তির মধ্য দিয়ে একটি হাড় কাঁপানো শীতের বিকেল অতিবাহিত করেন । তারা আগামীতে এই ধরণের অনুষ্ঠান উপভোগ করার ইচ্ছে পোষন করেন।

পরিশেষে ফজল হাসানে একটি ছড়া দিয়ে শেষ করছি এই লেখা।

শীতের দিনের পিঠা,
খেতে খুবই মিঠা ।

সঙ্গে যদি থাকে আরো
কবিতা আর ছড়া,
তবে আনন্দ ও উল্লাসে মন
সবার হবে ভরা ।

অনুষ্ঠানের আরো ছবি দেখতে পাওয়া যাবে নীচের লিংকে:
click here

পুনশ্চ: নীচে অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হলো । ছবি তুলেছেন রওশন আরা, মাহবুবুর রহমান টুটুল এবং অভিজিৎ ঘোষ রিপন । অনুষ্ঠানের আরো ছবি দেখতে পাওয়া যাবে নীচের লিংকে:
https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=10052

related link:
https://priyoaustralia.com.au/community-news/canberra/71441.html


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment