SABCA 'র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ঈদ উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Print this article
Font size -16+
সাবকার ঈদ উদযাপন ও বার্ষিক ক্রীড়া আয়োজিত হয়ে গেল এই ১১শে অক্টোবরে । এ যেন এক মিলন মেলার সমারোহ ও আনন্দের সময় ছিল বসন্তের এই এডইলেডে । এ্যডেলেইডে বসবাসকারী বাংলাদেশীরা একত্রিত হয়েছিলো SABCA Annual Picnic and Eid Reunion 2014 এ।ঈদের পর সবাার সাথে দেখা, ম্যারাথন আড্ডা তো ছিলই ,সাথে ছিল বাচ্চাদের জন্য নানাধরনের মজার খেলা, সুমো কুস্তিগীর ,ট্রেজার হান্ট আর বড়দের জন্যও নানাধরনের মজার আয়োজন। বিশেষ আকর্ষন ছিলো SABCA বনাম BAMSSA ফুটবল খেলা।মাল্টিকালচারাল মিনিস্টার Hon Zoe Bettison MP- Member for Ramsay এর উপস্থিতি এবং Passing Box Games খেলায় অংশগ্রহন সবার জন্য ছিলো বিশেষ উদ্দিপনার একটা ব্যাপার। সব মিলিয়ে এ্যাডলেইডবাসীদের জন্য স্মরনীয় এবং উপভোগ্য একটি দিন।
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!