শাহবাগ থেকে এডেলেইড , আগুন জ্বলে উঠছে সারা বিশ্বে

শাহবাগ থেকে এডেলেইড , আগুন জ্বলে উঠছে সারা বিশ্বে

১৯৭০ সালে জন্ম আমার , বলা যায় ৭১ য়ের প্রজন্মের আমি ও একজন সহযোগী ।গত ৫/৬ দিন যাবৎ শুধু বাংলাদেশের অনলাইন ভার্সনের সমস্ত মিডিয়াগুলোর দিকে অপলক দৃষ্টি ; মনকে বিশ্বাস করাতে খুব কষ্ট হচ্ছিল । এ কি করে , কিভাবে , কি যাদুমন্ত্রের খেলায় হয়ে গেল —। বুঝলাম এটা হোল একবিংশ শতাব্দী । সারা বিশ্বের বাংগালী আমরা যে যেখানে থাকি এই কমপিউটার প্রযুক্তির যুগে আমরা সকলে এক সাথে আছি , দূরে থেকে ও কত কাছে ; যেন আত্মার মাখামাখি সর্বত্র এবং সবর্দা ।

বাংগালী আমি , আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হোল আমি একজন স্বাধীন দেশের নাগরিক । তূর্কী নয় , মোগল নয় , পতূগীজ নয় , ফরাসী নয় , ইংরেজ ও নয় , এমনকি পাকি দ্বারা ও আমি আজ শাসিত নই । আমি একজন স্বাধীন , আমার দ্বারা শাসিত মানুষ । এর চেয়ে বড় আনন্দ , বড় পাওয়া আর কি হতে পারে এক জীবনে । মুক্তিযুদ্ধ আমি দেখেনি এবং অংশগ্রহণ ও করিনি । মুক্তিযুদ্ধ সম্বন্ধে যা কিছু আমার থলিতে তা কেবল বই-পুস্তক ও বড়দের আলাপচারিতা থেকে । শৈশবে বুঝিনি , কৈশরে বিভ্রান্তিতে ছিলাম ,যৌবনে ছিলাম দিকভ্রান্ত । কিন্তু আজ জীবন ৪০শে পেরিয়ে এই স্থিতুতে এসে , শুধু নিজের সাথে নিজের শত বুঝাপড়া । এই ৫৫ হাজার বর্গমাইলের , এই জনপথে এত বড় একটা ম্যাসাকার কান্ড ঘটে গেল ১৯৭১ য়ে ; অথচ মনে হয় কিছুই হয়নি এতে , সবকিছু মিথ্যে , বানোয়াট , প্রতিপক্ষকে হেয় করার যতসব ভন্ডামি । ৩০ লক্ষ মানুষ প্রাণ দিল , কয়েক কোটি মানুষ দেশ ছাড়া হোল , লক্ষ লক্ষ মা বোনেরা সম্ভ্রম হারাল , মানুষগুলোকে অন্যায়ভাবে চরম হেস্তনেস্ত করা হোল সবকিছু জ্বালাল , পুঁড়াল যা তাদের মনে চায় সবই করল । অথচ আমাদেরই আলোবাতাসে একই সাথে বড় হওয়া কতিপয় মানুষরূপী দানব যেমন ঐ সমস্ত কাজের সহযোগী হোল , ঠিক তেমনি ভদ্রতার লেবাশধারী আরো একটি দল ঐ সমস্ত পাপিষ্টদের পাপ কাজের বিচার ভণ্ডুল ত করলই ; তাদেরকে হেন কোন পন্থা নেই , যেভাবে প্রতিষ্ঠা পাবার পথ বাতলে দেয়নি এবং তা করে ও ক্ষান্থ হোল না , বলে কিনা আমরা, তারা একই মায়ের পেটের ভাই , নাউযুবিল্লাহ —-।

বিচার শুধু এবার ঐ সকল ৭১ য়ের পাপিষ্টদের হবেনা, ওদের রক্ষক , পাহারাদার সকলের হবে । এই প্রজন্ম এবার উঠে দাঁড়িয়েছে বিচার শেষ না হওয়া পর্যন্ত ক্ষান্ত নেই । বিচার হবে ৭১ য়ের পাকিদের সহযোগীদের , ওদের রক্ষকদের । সমস্ত অন্যায় , অবিচারের । মায়ের কপালে কলংকের সমস্ত কালিমা উচ্ছদের অভিযান এবার– , দেশ -বিদেশে অবস্থানকারী সমস্ত মানুষের এবার মহার্ঘ্য সময় এসেছে এবার মাকে কলঙ্ক মুক্ত করার ।

এবার চলুন বসে না থেকে উঠে দাঁড়াই — , প্রতিবাদ করি — , প্রতিরোধ গড়ে তুলি বিচার বানচালের সমস্ত নীলনকশার বিরুদ্ধে । আমাদের পূর্ববর্তী প্রজন্ম , তাদের জীবন দিয়ে আমাদের দিয়ে গিয়েছে এই ভূখন্ড । এবার দায়িত্ব এসেছে এই ভূখন্ড থেকে সমস্ত অন্যায় – অবিচারের বিষবৃক্ষ উপড়ে ফেলার । আসুুন বন্ধুরা আজ শপথ নেই অন্যায়- অবিচারের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা আছি শাহবাগের সেই সকল প্রতিবাদী বীরদের পাশে । দেশের জেলায় -জেলায় , উপজেলায় -উপজেলায় শুধু এক একটি প্রতিকী শাহবাগ নয় , বিশ্বের দেশে দেশে আমরা গড়ে তুলি এক একটি প্রতীকী শাহবাগ ।

এরই অংশ হিসেবে আমরা অস্ট্রেলিয়ার এডেলেইড শহরে প্রবাসী বাংগালীরা ও গতকাল ১০ ই ফেব্রুয়ারী ২০১৩ তারিখে সকাল ১১ ঘটিকা থেকে ১২ ঘটিকা পর্যন্ত এডেলেইড শহরের প্রাণকেন্দ্র সিটির নর্থ টেরেসে অবস্থিত সাউথ অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের সামনে আমরা সকলে মিলে গড়ে তুলি প্রতিকী শাহবাগ , শুধু প্রতিকী নয় বিশ্ববাসীকে জানিয়ে দিতে , আমাদের ন্যায্য বিচারের দাবীর প্রতি তাদের সমর্থন পেতে আমরা একত্রিত হই — ব্যানার ফেস্টুনে , মিছিলের শব্দমালায় ।

প্রিয় দেশবাসী , আপনারা একা নন , আমরা ও আছি আপনাদের পাশে সর্বদা ,বিচারের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত । ভয় নেই এগিয়ে যান এই মহান ভাষার মাসে , যে মাস আমাদের পরাজয় না মানতে শেখায় । জয়বাংলা ————————————— !!!

লেখক –
আরশাদ হোসেন ভূঁইয়া ।
এডেলেইড , অস্ট্রেলিয়া ।
১১ই ফেব্রুয়ারী ২০১৩ ।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment