এডেলেইডে বাংলাবর্ষবরণ ১৪১৭ উদযাপিত
গত ২৫শে এপ্রিল ২০১০ রোববার গুডউড কমিউনিটি সেন্টার , গুডউড , এডেলেইডে বাংলাদেশ – অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (বাছা) কর্তৃক বাংলা বর্ষবরণ ১৪১৭ অত্যন্ত জাঁকজমকের সহিত পালিত হয়। সন্ধ্যা ৬টায় অনুষ্টান শুরু হয়ে রাত্র ১১ ঘটিকায় সমাপ্ত হয়। অনুষ্টানের মূল আকর্ষণ ছিল বাছার সদস্য ও বাংলা স্কুলের ছেলেমেয়েদের নাচ , গান ও আবৃত্তির পর্ব । অনুষ্টানের আরো আকর্ষণ ছিল উপস্থিত দর্শকদের জন্যে বাংলা সাহিত্য ও সন সংক্রান্ত কুইজ ও আবহবান বাংলার লোকায়ত পরিধেয় সংক্রান্ত ছোট ও বড়দের অংশগ্রহণে ফ্যাশন শো। সর্বশেষে বাছার সভাপতি ডঃ সাইফুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন ।বাছার এই সুন্দর মনোমুগ্ধকর অনুষ্টানের উপস্থাপনের দায়িত্বে ছিল শবনম ও রেজোয়ান। অনুষ্টানের মূল পরিকল্পনা, সংকলন ও উপস্থানের দায়িত্বে ছিলেন বাছার সাংস্কৃতিক সম্পাদক আইরিন চৌধূরী।
অনুষ্টান শেষে উপস্থিত সকলকে রাতের আহারে আপ্যায়িত করা হয়।
এডেলেইড থেকে –
১৫ই জুন ২০১০ ।
Event photos at https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=9818