বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন শাকিব -আল – হাসান এখন এডেলেইডে

বাংলাদেশ  জাতীয় ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন শাকিব -আল – হাসান এখন এডেলেইডে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন শাকিব -আল – হাসান গত ৬ই সেপ্টেম্বর ২০০৯ তারিখে এডেলেইডে আসেন তার শারীরিক চেকাআপ ও ইনজুরি সংক্রান্ত পরামর্শের জন্যে বিখ্যাত ফিজিওথেরাপিষ্ট এডেলেইড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকালটির শিক্ষক ডাঃ ডেভিড ডেনড্রিসের নিকট । এখানে উল্লেখ্য যে ডাঃ ডেভিড অষ্টেলিয়া ও বৃটিশ জাতীয় ক্রিকেট টিমের ও একজন চিকিৎসা বিষয়ক পরামর্শক । ডেভিডের ভাষ্য মতে শাকিবের ইনজুরি এত মারাত্মক কোন বিষয় নয় ,বাংলাদেশে ফিরে গিয়ে নিয়মিত এ্যাকসারসাইজ করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এডেলেইডে শাকিব বাংলাদেশ -অষ্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অষ্ট্রেলিয়ার (বাছার ) নেতৃবৃনেদ্বর সাথে ও দেখা করেন । বাছা কর্তপৃক্ষ শাকিবের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নেন ও তার সুস্বাস্থ্য কামনা করেন ।পাশাপাশি কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওয়েষ্ট ইন্ডিজ ও জিম্বাবির বিরুদ্ধে বাংলাদেশ দলের অসাধারন টেষ্ট ম্যাচ খেলার ভূয়সী প্রশংসা করেন ও শাকিবের অনবদ্য খেলার পাশাপাশি তার পারফরমেন্স ধরে রাখবার জন্যে শাকিবকে উৎসাহিত করেন।

শাকিব আগামী ১৭ ই সেপ্টেম্বর ২০০৯ তারিখে ঢাকার উদ্দেশ্যে এডেলেইড ত্যাগ করবেন । এখানে উল্লেখ্যে যে , বাংলাদেশের বর্তমান জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়ান কোচ হলেন অস্ট্রেলিয়ান জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার যিনি সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের ও একজন নামকরা খেলোয়ার ছিলেন । ওনার পরামর্শেই শাকিবের এডেলেইডে ডাঃ ডেভিডের নিকট আসা ।

(Bangladesh cricket team vice captain Shakib and priyo Bangali 2009 & BASSAs acting Treasurer DR. Rafiqul Islam in Adelaide)

(Bangladesh cricket team vice captain Shakib and priyo Bangali 2009 & BASSAs acting Treasurer DR. Rafiqul Islam right to last left BASSAs acting President DR. Saiful Islam in Adelaide )

(Bangladesh cricket team vice captain Shakib and PriyoAustralia.com.au reporter (BASSAs member) Mr. Arshad Hossain Bhuiyan in Adelaide)

(নিউজ প্রিয় – অস্ট্রিলিয়ার সাউথ অষ্ট্রেলিয়ার ব্যুরো থেকে -১৪ ই সেপ্টেম্বর ২০০৯)


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment