সিরাজুস সালেকীন ও অদিতি শ্রেয়সী’র সঙ্গীত সন্ধ্যা গীতসুধা ১১ ফেব্রুয়ারি
সিডনি বাসীদের জন্য নতুন বছর ২০২৩ এর অভিষেক হতে যাচ্ছে গুরু শিষ্যার এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা “গীতসুধা“ দিয়ে। আগামী ১১ই ফেব্রুয়ারী ২০২৩ এ অলাভজনক প্রতিষ্ঠান ‘ইন্টারনেশনেরস’ এর উদ্যোগে সিডনির বাংলা গানের জগতের দুই গুণী শিল্পী, জনাব সিরাজুস সালেকীন ও অদিতি শ্রেয়াসীর পরিবেশনায় শুনবেন কিছু কালজয়ী গান।
আয়োজক প্রতিষ্টান ‘ইন্টারনেশনেরস’, অস্ট্রেলিয়ার বহু জাতিক সংস্কৃতি তুলে ধরার কাজে নিয়োজিত এবং তারই রেশ ধরে তাদের এবারের আয়োজন, ‘গীতসুধা”। তাঁরা জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ব্যাংকসটাউনের ‘ব্রায়ান ব্রাউন থিয়েটার’এ, ১১ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় এবং তা চলবে সব মিলিয়ে তিন ঘন্টা।
৮০ রিকার্ড রোড, ব্যাংকসটাউনের এই ভেন্যু তে রয়েছে পর্যাপ্ত পার্কিং এর জায়গা এবং টিকেটের জন্য 0432 688 322 তে যোগাযোগ করতে হবে, অথবা মিলবে www.internationers.com.au/tc-events/geetoshudha তে।
Related Articles
Christmas message
Dear friend, Christmas is the time of year when we celebrate the birth of Jesus, the birth of a Child
Tajuddin Kausar a Bangladeshi terrorist husband!
Tajuddin, the terrorist husband she wishes she had never known In August last year a Sydney poet — an anti-racism