রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার (RUAAA) মানবিক সহায়তা প্রদান
Covid-19 মহামারির কারনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অস্বচ্ছল, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের পাশে মানবিক সহায়তার প্রদান করছে রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া,রুয়া (RUAAA)।
প্রাথমিক পর্যায়ে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ মিলিয়ে উভয় দেশেই রুয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ৩৬ জন ছাত্রছাত্রীদের মাঝে সরাসরি ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার ও বিকাশ এর মাধ্যমে নগদ অর্থ প্রদান করেছে। প্রথম পর্যায়ে উক্ত ছাত্রছাত্রীদের বিকাশ একাউন্টে তিন হাজার টাকা করে প্রদান করা হয়।
দ্বিতীয় পর্যায়ে রুয়া রাবি’র ৯০ জন বর্তমান ছাত্র-ছাত্রীদের মাঝে একই প্রক্রিয়ায় প্রতিজনের বিকাশ একাউন্টে দুইহাজার টাকা প্রদান করে। কোরবানী ঈদের আগেই এই কাজ সম্পন্ন হয়। বিভাগের দুইজন শিক্ষকের রেফারেলের ভিত্তিতে এই টাকা প্রদান করা হয়। তবুও আর্থিক সীমাবদ্ধতার কারনে সকল আবেদনকারীকে সহায়তা দেওয়া সম্ভব হয়নি, যার কারনে রুয়া আন্তরিকভাবে দূ:খিত।
রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার(RUAAA) প্রেসিডেন্ট জুলফিকার আহমেদ বলেন, “উপহারের পরিমান যত সামান্যই হোক না কেন মানবিক দিক দিয়ে খুব শান্তি অনুভব করতে পারছি কেননা এই কোভিড ১৯ মহামারির সময় আমরা আমাদের প্রিয় ইউনিভার্সিটির ছোট ভাই বোনদের পাশে দাঁড়াতে পেরেছি। আশাকরি, এই প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের সামনে আরও বড় কিছু নিয়ে কাজ করার সুযোগ হবে”।
Related Articles
Bangladesh Environment Network (BEN) Seminar Event Photos
BEN Seminar Event Photos 2008 Click on photo for more photos.
Avalon Masjid Project Dream Coming True Inshallah – Please be Part of Settlement Donation
Assalamu Alaikum Islamic Centre Avalon, the making of the Muslim of icon of the West – the dream is coming
অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
Please click here for photos