ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বাৎসরিক পিঠা উৎসব ৪ঠা আগস্ট ২০১৯

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বাৎসরিক পিঠা উৎসব ৪ঠা আগস্ট ২০১৯

পিঠা আমাদের শ্বাশত ঐতিহ্যের অপরিহার্য অনুষঙ্গ। স্বাদ ও পুষ্টি মানে অনন্য এই পিঠা আমাদের শেকড়ের সাথে, আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে নিবিড়ভাবে। বাঙালির উৎসবে, আয়োজনে আর আপ্যায়নে পিঠা পুলির উপস্থিতি অবিচ্ছেদ্য।


দেশ ছেড়ে এসে এই সুদূর প্রবাসে পিঠার স্বাদ বঞ্চিত বাঙালির রসনা তৃপ্ত করতে এবং স্কুলের সার্বিক উন্নয়নে তহবিল সংগ্রহ করতে প্রতিবারের মত এবারও ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আয়োজন করতে যাচ্ছে বাৎসরিক পিঠা উৎসব।


তারিখ: ৪ঠা আগস্ট, রবিবার।
স্থান: গ্রেগ পারসিভাল কমিউনিটি হল, ইংগেলবার্ন (ইংগেলবার্ন লাইব্রেরি/রেল স্টেশন সংলগ্ন)
সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা।


বাহারী পিঠা সমাহারের সাথে থাকছে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ছোট্টমনিদের এবং সিডনির প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় দিনব্যাপী আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা স্কুলের এই মহতী আয়োজনে আপনারা সপরিবারে, সবান্ধব আমন্ত্রিত।

পিঠা উৎসবের দেয়ালিকা
Kazi Ashfaq Rahman

Kazi Ashfaq Rahman

ছেলেবেলা থেকেই শান্তশিষ্ট ছিলাম বলে আমার মায়ের কাছে শুনেছি। দুষ্টুমি করার জন্য যে বুদ্ধিমত্তার প্রয়োজন তা নিশ্চয়ই আমার ছিল না। আমার এই নিবুর্দ্ধিতা একসময় আমার মাকে ভাবিয়ে তুলেছিল। তিনি হয়তো ভেবেছিলেন আমার এই ছেলে জীবনে চলবে কি করে। এখন যেভাবে চলছি তাতে কোনও আক্ষেপ নেই। ভালই তো আছি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যে অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারাকে জীবনের বড় অর্জন বলে মনে করি। আমার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী, আমার শত বোকামী, আলসেমী আর বৈষয়িক না হওয়াকে প্রকারান্তরে প্রশ্রয় দেওয়াতে আমার আর মানুষ হয়ে ওঠা হয়নি। আমার দুই সন্তান, আমি চাই তারা আমার মত বোকাই থেকে যাক কিন্তু আলোকিত মানবিক মানুষ হোক যা আমি হয়তো হতে পারিনি।


Place your ads here!

Related Articles

বঙ্গবন্ধু পরিষদ পশ্চিম অষ্ট্রেলিয়া গঠিত

Bangabondhu Porishad WA গত ১০ ই আগস্ট পার্থ পশ্চিম অষ্ট্রেলিয়ার অষ্ট্রেলিয়া এশিয়া হাউজ মিলনায়তনে এক অনাড়ম্বর জমায়েতের মাধ্যমে গঠিত হয়

Saraswati puja 2020 invitation from Canberra Sarbojonin Puja and Cultural Association (CSPCA)

CSPCA invites you, your family and friends to join and celebrate Saraswati Puja 2020 on Saturday, 1st February, 2020 10

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার অনুদান ও আগামী বৈশাখী মেলার তারিখ ঘোষণায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু কাউন্সিল, অস্ট্রেলিয়া তাদের সংগঠনের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটিকে অনুদান হিসেবে ২ হাজার ডলারের চেক প্রদান

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment