ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে বার্ষিক ইফতার ২০১৯ অনুষ্ঠিত

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে বার্ষিক ইফতার ২০১৯ অনুষ্ঠিত

ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বাংলা ভাষা ও সংস্কৃতি শিক্ষা দানের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষাকে উৎসাহিত করে থাকে। ধর্মের অমিয় বাণী সততা, ন্যায় নিষ্ঠা, পারস্পরিক শ্রদ্ধা,আত্মসংযম, আত্মসিদ্ধির মত মানবিক গুণাবলী প্রচারের পাশাপাশি নিজেদের জীবনে এর প্রয়োগ ঘটাতে সচেষ্ট। আর তাই প্রতিবছরের মত এবারও আয়োজন করা হয়েছিল বাংলা স্কুলের বার্ষিক ইফতার মাহফিল।

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ব্যানার

গত ২৬শে মে ২০১৯ রবিবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই ইফতার মাহফিলে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, কার্যকরী কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি এই মহতী আয়োজন শান্তি ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

ইফতারে আগত অতিথিদের একাংশ

অত্যন্ত সুস্বাদু এবং উপাদেয় খাবারের সমাহারে ইফতার পর্বটি সবাই প্রাণ ভরে উপভোগ করেন। ইফতার শেষে মাগরেবের নামাজে গোটা মানবজাতির কল্যাণ ও সমৃদ্ধ কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করা হয়।

ইফতারে আগত অতিথিদের একাংশ

নামাজ শেষে রাতের খাবার ও মিষ্টান্ন পরিবেশন করা হয়। ইফতারে আগত সবাই বাংলা স্কুলের এই চমৎকার সার্বজনীন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

ইফতারে আগত অতিথিদের একাংশ

প্রসংগত উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সব বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত থাকে।

ইফতারে আগত অতিথিদের একাংশ
ইফতারে আগত অতিথিদের একাংশ
ইফতারে আগত অতিথিদের একাংশ
ইফতারে অংশ নেয় স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও
Kazi Ashfaq Rahman

Kazi Ashfaq Rahman

ছেলেবেলা থেকেই শান্তশিষ্ট ছিলাম বলে আমার মায়ের কাছে শুনেছি। দুষ্টুমি করার জন্য যে বুদ্ধিমত্তার প্রয়োজন তা নিশ্চয়ই আমার ছিল না। আমার এই নিবুর্দ্ধিতা একসময় আমার মাকে ভাবিয়ে তুলেছিল। তিনি হয়তো ভেবেছিলেন আমার এই ছেলে জীবনে চলবে কি করে। এখন যেভাবে চলছি তাতে কোনও আক্ষেপ নেই। ভালই তো আছি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যে অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারাকে জীবনের বড় অর্জন বলে মনে করি। আমার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী, আমার শত বোকামী, আলসেমী আর বৈষয়িক না হওয়াকে প্রকারান্তরে প্রশ্রয় দেওয়াতে আমার আর মানুষ হয়ে ওঠা হয়নি। আমার দুই সন্তান, আমি চাই তারা আমার মত বোকাই থেকে যাক কিন্তু আলোকিত মানবিক মানুষ হোক যা আমি হয়তো হতে পারিনি।


Place your ads here!

Related Articles

BWSC's Winter Food (Pitha) Festival held on 4 July 2010

Bangladesh Welfare Society Campbelltown Inc. report: খুব উল্লাস আর আনন্দের সাথে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ক্যাম্বেলটাউনের আয়োজনায় বাৎসরিক

BADRC – Appeal for Donations

Bangladesh Australia Disaster Relief Committee (BADRC) CFN – 16441 Appeal for Donations The BADRC is a registered charity established in

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment