অস্ট্রেলিয়াতে বাংলা প্রসার

অস্ট্রেলিয়াতে বাংলা প্রসার

আপনারা অবগত আছেন বাংলা প্রসার কমিটি সুদীর্ঘ সতেরো  বছর যাবত বাংলা ভাষাকে অস্ট্রেলিয়ার বুকে সরকারী ভাবে স্কুলে পাঠ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে নিউ সাউথ ওয়েলস সরকারী স্কুলে বাংলা ভাষাকে একটি সাবজেক্ট হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে যা বর্তমানে একটি  সেন্টারে ( লিভারপুল গার্লস হাই স্কুল ) শিক্ষা প্রদান করা হচ্ছে যা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সাটারডে স্কুল হিসেবে পরিচিত। কর্তৃপক্ষ ইতিমধ্যে বাংলাভাষাকে আরও একধাপ উন্নীত করে ইয়ার ইলেভেন এবং টুয়েলভ এ পাঠদানের অনুমোদন দিয়েছে যা হেইচ এস সি তে এটার হিসেবে অন্তর্ভুক্তের প্রথম ধাপ। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ছাত্র ছাত্রীর অভাবে এখনও তা চালু করা সম্ভব হয়নি। ২০১৯ সালে আবারো এই কর্মসূচী চালুর প্রচেষ্টা চলছে। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
আপনারা যদি একটু প্রচার করেন তা হলে বাংলা ভাষায় আরও কিছু ছাত্রছাত্রী সংগ্রহ করা সম্ভব হবে এবং বাংলা বিষয়টি ইয়ার ইলেভেন এবং টুয়েলভ এ পাঠদানের অনুমোদন নিয়ে  হেইচ এস সি তে এটার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে। 

২০১৯ সালের ফ্লায়ার সংযুক্ত করা হল। 

ধন্যবাদ। 

প্রচারে 
বাংলা প্রসার কমিটি


Place your ads here!

Related Articles

“Ke Hotey Chay Kotipoti”: “Who Wants to be a Millionaire” comes to Bangladesh

Reality show “Ke Hotey Chay Kotipoti” will soon go on air on Desh TV. A press conference was held yesterday

প্রবাসে বারোয়ারী পূজা

প্রবাস জীবনেও শারদীয়া দুর্গাপূজা এখন পর্যন্ত বাংলা ভাষাভাষী মানুষের সবচেয়ে বড় উৎসব হিসেবে প্রতিবছরই পালিত হয়ে আসছে। শারদীয়া দুর্গাপূজার সার্বজনীনতা

Eid wishes from Inga Peulich MLC

Tuesday, 27 June 2017 PEULICH MEDIA STATMENT – EID WISHES I would like to take this opportunity to extend my

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment