সিডনিতে পেন্সিলের বর্ষপূর্তি অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর

আগামী ১২ সেপ্টেম্বর ২০১৯ পেন্সিলের তৃতীয় বর্ষপূর্তি। হাটি হাটি পা পা করে পেন্সিল এখন তার চতুর্থ বছরে পা রাখতে চলেছে। এই উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে পেন্সিল জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করছে। আমরা অস্ট্রেলিয়া পেন্সিলরদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ২৮শে সেপ্টেম্বর শনিবার ইংগেলবার্নের দাওয়াত রেস্টুরেন্টে আয়োজন করা হচ্ছে পেন্সিলের বর্ষপূর্তি অনুষ্ঠানের।

এই আয়োজনে পেন্সিল পরিবারের সবার সপরিবার, সবান্ধব অংশগ্রহণ আয়োজনকে সুন্দর করবে। আগ্রহীদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে RSVP করতে বলা হয়েছে। এতে প্রত্যেককে ১০ ডলার করে দিতে হবে তবে পাঁচ বছরের নিচে শিশুদের জন্য কোন ফি লাগবেনা। আগ্রহীদের পেন্সিলের ফেসবুক পেজে গিয়ে নাম নিবন্ধের জন্য অনুরোধ করা যাচ্ছে। এ উপলক্ষ্যে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এখানে অংশগ্রহণ করছেন স্থানীয় স্বনামধন্য শিল্পীরা যারা পেন্সিলের সদস্য।

Related Articles
বাংলা প্রসার কমিটির বার্ষিক সাধারন সভা ও কার্যকরী কমিটি গঠিত
আতিকুর রহমান ॥ গত ২৪ আগষ্ট বাংলা প্রসার কমিটির ১৫তম বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সিডনীর মিন্টোস’ দি
Press Release from Bangabandhu Australia Inc on AGM
25 April 2012The Annual General Meeting of The Bangbandhu Parishad of Australia Incorporated (INC9891249) was held on 25 April 2012