বাচ্চাদের নিয়ে আর্টিস্ট মিতা চৌধুরীর ক্র্যাফট ও আর্ট কর্মশালা

বাচ্চাদের নিয়ে আর্টিস্ট মিতা চৌধুরীর ক্র্যাফট ও আর্ট কর্মশালা

গত ২২ সেপ্টেম্বর মেলবোর্ন প্রবাসী চিত্রশিল্পী মিতা চৌধুরীর উদ্দোগে ছোট বাচ্চাদের নিয়ে আয়োজন করা হয় স্কুল হলিডে আর্ট এ্যান্ট ক্রেফট কর্মশালা। এই কর্মশালায় মেলবোর্ন প্রোবাসী  বিভিন্ন বয়সের বাংলাদেশী শিশু কিশোরর কিশোরীরা অংশগ্রহন করে। এই কর্মশালার প্রধান লক্ষ্য ছিল কি করে ফেলা দেয়া বা বাড়ীর অপ্রয়োজনিয় বস্তুকে আর্ট বা ক্র্যাফটে রুপ দেয়া যায়।চিত্রশিল্পী মিতা চৌধুরী বাচ্চাদের বলেন, আমরা প্রায়ই আমাদের ঘরে বা চারপাশে এমন অনেক কিছু পাই যা সাধারনত আমরা ধরে নেই যে অপ্রয়োজনিয় বা ব্যাবহারের অযোগ্য, কিন্তু সেই সকল বস্তুই হতে পারে নির্ভেজাল আনন্দের উৎস এবং রুপ নিতে পারে নান্দনিক শৈল্পীক কোন বস্তুতে। ফেলা দেয়া ডিমের ট্রে, বা খালি টিস্যুর বক্স বা টেইকওয়ে কাপকে কেমন করে বাচ্চাদের খেলার এবং শখের কোন কিছুতে রুপ দেয়া যায় তা দেখানো হয়। ছোট বাচ্চারা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে এই কর্মশালাটি উপভোগ করে। ছোট বাচ্চাদের সঙ্গে আসা তাদের অভিভাবকদেরও দারুন আগ্রহ নিয়ে কর্মশালাটি উপাভোগ করতে দেখা যায়। l

কর্মশালাটির উদ্দেশ্য নিয়ে শিল্পী মিতা চৌধুরী বলেন, আমরা প্রবাসে স্কুল হলিডে আসলেই চাকুরিজিবী বাবা মায়েরা প্রায়ই সমস্যায় পরে যাই বাচ্চাদের নিয়ে কি ধরনের এ্যাকটিভিটি করানো যায় বা কি করে স্কুল হলিডের সময়গুলো সুন্দর করে কাটানো যায়। সেই চিন্তা থেকেই এই উদ্দোগ যেন বাচ্চারা বাড়ীতে বসেই কিছু সৃজনশীল কিছুতে ব্যায় করতে পারে। তিনি আরো বলেন এই কর্মশালাটি এখন থেকে প্রতি স্কুল হলিডে গুলোতেই নিয়মিত চালনা করা হবে।

শিল্পী মিতা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংকন ও চিত্রায়ন থেকে স্নাতক করে বর্তমানে রয়াল মেলবোর্ন ইনিস্টিটিউট অব টেকনোলজি (আরএমআইটি) তে পেইন্টিং-এ অধ্যয়নরত আছেন।


Place your ads here!

Related Articles

Time for Action to protect World Environment- BEN

Bangladesh Environment Network (BEN) Australian Chapter observed the World Environment day in Canberra on 5 June 2009 at Bangladesh Community

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ -ভারত মৈত্রী দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি . ক্যানবেরা, ৬ নভেম্বর ২০২১: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় উদযাপিত হলো বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  এবং বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরকে স্মরণীয় করে রাখতে সেদেশের রাজধানীর হায়াত হোটেলে বাংলাদেশ ও ভারতের হাইকমিশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় আলোকচিত্র প্রদর্শনীতে জাাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির মুক্তির সংগ্রাম, ১৯৭১ সালে সংঘটিত গণহত্যা,  মহান মুক্তিযুদ্ধ ও এতে ভারতীয় সহায়তা, বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণা, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে তৎকালীন ভারত সরকারের ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের উন্নয়নের সূচনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা এবং বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। বাংলাদেশি ও ভারতীয় শিল্পীরা পৃথকভাবে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান, ভারতের হাইকমিশনার মনপ্রীত ভোরা (Manpreet Vohra) এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হারিন্দার সিধু বক্তৃতা করেন। এছাড়া রাশিয়াসহ অস্ট্রেলিয়ায় নিযুক্ত ৩১টি দেশের মিশনপ্রধান, বাংলদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার, অস্ট্রেলিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, শিক্ষাবিদ, থিংকট্যাঙ্ক, মুক্তিযোদ্ধা, প্রবাসী বাংলাদেশি ও ভারতীয়সহ শতাধিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।  

আগামী ৩ই জানুয়ারী শুভ উদ্বোধন হচ্ছে এনটিবি অষ্ট্রেলিয়ার স'ায়ী অফিস ও স্টুডিও

অষ্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশেীদের জন্য খুব শিগ্র্র্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিবি অষ্ট্র্রেলিয়ার কার্যক্র্র্রম। যদি ও র্দীঘ এক বছরের ও বেশি সময়

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment