বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার মর্নিং টি অনুষ্ঠিত
বছরব্যাপি নানান কর্মকান্ডের ধারাবাহিকতায় গত ১৩ই মে ২০১৮ বুয়েট এলামনাই অস্ট্রেলিয়া লাকেম্বা বাংলা স্কুলের প্রিন্সিপ্যাল জোবাইদা জুথির সহায়তায় ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়ার জন্য তহবিল সংগ্রহের লক্ষে হ্যাম্পডেন পার্ক পাবলিক স্কুলে এক মর্নিং টিয়ের আয়োজন করে। সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলে আয়োজন। মর্নিং টিয়ের সাথে সসেজ সিজেল, কেক এবং বাংলাদেশীয় বিভিন্ন সুস্বাদু খাবারের মাধ্যমে অভ্যাগতদের আপ্যায়ন করা হয়। হানিস কেক বিশ্ব মা দিবসের আলোকে সুন্দর এবং সুস্বাদু কেক সরবরাহ করে। শতাধিক মানুষের সমাবেশে প্রায় দুই সহস্র ডলারের তহবিল সংগৃহীত হয়। আয়োজন থেকে সংগৃহিত সকল অর্থ ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়ার তহবিলে জমা করা হয়।
Md Yaqub Ali
আমি মোঃ ইয়াকুব আলী। দাদি নামটা রেখেছিলেন। দাদির প্রজ্ঞা দেখে আমি মুগ্ধ। উনি ঠিকই বুঝেছিলেন যে, এই ছেলে বড় হয়ে বেকুবি করবে তাই এমন নাম রেখেছিলেন হয়তোবা। যাইহোক, আমি একজন ডিগ্রিধারী রাজমিস্ত্রি। উচ্চাভিলাষ চরিতার্থ করতে অস্ট্রেলিয়াতে আমার আগমন ২০১৫ সালের মার্চে। আগে থেকেই ফেসবুকে আঁকিবুকি করতাম। ব্যক্তিজীবনে আমি দুইটা জীবের জনক। একটা হচ্ছে পাখি প্রকৃতির, নাম তার টুনটুনি, বয়স আট বছর। আর একজন হচ্ছে বিচ্ছু শ্রেণীর, নাম হচ্ছে কুদ্দুস, বয়স দুই বছর। গিন্নী ডিগ্রিধারী কবিরাজ। এই নিয়ে আমাদের সংসার। আমি বলি টম এন্ড জেরির সংসার যেখানে একজন মাত্র টম (আমার গিন্নী) আর তিনজন আছে জেরি।
Related Articles
Friend of Bangladesh Dr Geoffrey Davis passes away
Dr Geoffrey Davis, friends of Bangladesh and a great Savior of thousands of Bengali women raped by the Pakistani Army
কেম্বেলটাউন এলাকায় নতুন সংগঠন : বাংলাদেশী অষ্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি (BAWS)
বাংলাদেশী অষ্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি একটি সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন । বাংলাদেশী কমিউনিটি ও এবং অন্যান্ন কমিউনিটির মধ্যে সুদুর সম্পর্ক ,পারষ্পরিক সহযোগিতা


















