চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন

প্রেস বিজ্ঞপ্তিঃ (তারিখঃ ০৮/০৯/২০১৮)
চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগ দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শনিবার ৮ সেপ্টেম্বর হয়ে গেলো ঈদ পূনর্মিলনী ও বার্ষিক বনভোজন। সিডনির ডলস পয়েন্ট বিচে সকাল ১১ টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকেল ৫টা পর্যন্ত। স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য শাহাদাত রিয়াদ। এরপর বক্তব্য রাখেন অপর তিন কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান, শামীম শামসুজ্জামান ও মোস্তাফিজুর রহমান।
সংগঠনের কার্যক্রমের অগ্রগতি অবহতি করে শাহাদাত রিয়াদ বলেন, নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের ফেয়ার ট্রেডিং ডিপার্টমেন্ট থেকে ইতোমধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নামে রেজিস্ট্রেশন নেয়া হয়েছে। চূড়ান্ত করা হয়েছে খসড়া সংবিধান।
অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আশিকুর রহমান বলেন, সংগঠনের মাধ্যমে শিগগিরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি চালু করা হবে।
এরপর অ্যাসোসিয়েশনের সদস্যদের ছেলে মেয়েদের জন্য ফেইস পেইন্টিং এর আয়োজন করা হয়। পরিচালনা করেন চিত্রশিল্পী নায়লা হুমায়রা।
দুপুরের খাবারের পর প্রখ্যাত সংগীত শিল্পী অভিজিৎ বড়ুয়া ও স্বপ্ন ব্যান্ডের গিটারিস্ট দিব্য জ্যোতি বড়ুয়ার পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর অনুষ্ঠিত হয় রাফেল ড্র। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতে নেন যথাক্রমে মোস্তাফিজুর রহমান, একরামুল হক মিলাদ ও অভিজিৎ বড়ুয়া। কার্যনির্বাহী সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ড. আসিফুল আলম, আরিফ এ হক, মিজানুর রহমান, আলী আসগর, মো রহমত উল্লাহ, মাহমুদুল হাসান খান, আল মামুন, মো জয়নুল আবেদীন, মো মিজানুর রহমান, মাহবুবুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন হাওলাদার, তানজিয়া মমতাজ, উম্মে হাজেরা লাকি, পাপড়ি বড়ুয়া, একরামুল হক মিলাদ, তানজিলা তাজনিন চৌধুরী, শাহীন আক্তার, মো আতিকুর রহমান, রাফিজা বেগম ও তৌফিক।
ধন্যবাদান্তে
শাহাদাত রিয়াদ
সদস্য, কার্যনির্বাহী কমিটির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া
Related Articles
বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান ফটকে স্থাপিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল অস্ট্রেলিয়া শাখা
এম মোরশেদ, সিডনি থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া সভাপতি মোসলেহউদ্দিন আরিফ ও অস্ট্রেলিয়া যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম তারেক এক যুক্ত
Bangladesh Association of New South Wales Executive Committee for the year of 2009-2010
The Annual General Meeting 2008-2009 of Bangladesh Association of New South Wales Inc.held on 25th October ,09 at 65 Spurway
র্যান্ডউইক কাউন্সিল কর্তৃক “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন এবং লাইব্রেরীসমূহে “একুশে কর্নার” প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত
বিগত ৩০শে সেপ্টেম্বর’১৯ সোমবার সকাল ১০ ঘটিকায় সকল ভাষাভাষীর মাতৃভাষা, সংস্কৃতি এবং কৃষ্টির চর্চা এবং সংরক্ষণের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে