চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন

চবি  অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন

প্রেস বিজ্ঞপ্তিঃ (তারিখঃ ০৮/০৯/২০১৮)

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগ দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শনিবার ৮ সেপ্টেম্বর হয়ে গেলো ঈদ পূনর্মিলনী ও বার্ষিক বনভোজন। সিডনির ডলস পয়েন্ট বিচে সকাল ১১ টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকেল ৫টা পর্যন্ত। স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য শাহাদাত রিয়াদ। এরপর বক্তব্য রাখেন অপর তিন কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান, শামীম শামসুজ্জামান ও মোস্তাফিজুর রহমান।

সংগঠনের কার্যক্রমের অগ্রগতি অবহতি করে শাহাদাত রিয়াদ বলেন, নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের ফেয়ার ট্রেডিং ডিপার্টমেন্ট থেকে ইতোমধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নামে রেজিস্ট্রেশন নেয়া হয়েছে। চূড়ান্ত করা হয়েছে খসড়া সংবিধান।

অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আশিকুর রহমান বলেন, সংগঠনের মাধ্যমে শিগগিরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি চালু করা হবে।

এরপর অ্যাসোসিয়েশনের সদস্যদের ছেলে মেয়েদের জন্য ফেইস পেইন্টিং এর আয়োজন করা হয়। পরিচালনা করেন চিত্রশিল্পী নায়লা হুমায়রা।

দুপুরের খাবারের পর প্রখ্যাত সংগীত শিল্পী অভিজিৎ বড়ুয়া ও স্বপ্ন ব্যান্ডের গিটারিস্ট দিব্য জ্যোতি বড়ুয়ার পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর অনুষ্ঠিত হয় রাফেল ড্র। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতে নেন যথাক্রমে মোস্তাফিজুর রহমান, একরামুল হক মিলাদ ও অভিজিৎ বড়ুয়া। কার্যনির্বাহী সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ড. আসিফুল আলম, আরিফ এ হক, মিজানুর রহমান, আলী আসগর, মো রহমত উল্লাহ, মাহমুদুল হাসান খান, আল মামুন, মো জয়নুল আবেদীন, মো মিজানুর রহমান, মাহবুবুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন হাওলাদার, তানজিয়া মমতাজ, উম্মে হাজেরা লাকি, পাপড়ি বড়ুয়া, একরামুল হক মিলাদ, তানজিলা তাজনিন চৌধুরী, শাহীন আক্তার, মো আতিকুর রহমান, রাফিজা বেগম ও তৌফিক।

ধন্যবাদান্তে

শাহাদাত রিয়াদ
সদস্য, কার্যনির্বাহী কমিটির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া


Place your ads here!

Related Articles

বাংলা একাডেমীর স্কুল এখন লাকেম্বায়

লাকেম্বা বাসীর আশা পুরণ করলো বাংলা একাডেমী Lakemba, Wiley Park, Punchbowl Belmore সহ অন্যান্য এলাকায়, সার্ভিস দেবার জন্য তৈরী করেছে

রংধনু অজ-বাংলা এর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সন্ধ্যা।

রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি ইনক্ এর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সন্ধ্যা।গত ৪ঠা মে ২০১৩, শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে

Essay-Writing Drawing competition for young people of Bangladeshi community

Bangabandhu Society of Australia Regd. No. Y 2650818, ABN 24 508 194 656, Charity reg. No. CFN 17511 PRESS RELEASE

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment