চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন

প্রেস বিজ্ঞপ্তিঃ (তারিখঃ ০৮/০৯/২০১৮)
চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগ দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শনিবার ৮ সেপ্টেম্বর হয়ে গেলো ঈদ পূনর্মিলনী ও বার্ষিক বনভোজন। সিডনির ডলস পয়েন্ট বিচে সকাল ১১ টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকেল ৫টা পর্যন্ত। স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য শাহাদাত রিয়াদ। এরপর বক্তব্য রাখেন অপর তিন কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান, শামীম শামসুজ্জামান ও মোস্তাফিজুর রহমান।
সংগঠনের কার্যক্রমের অগ্রগতি অবহতি করে শাহাদাত রিয়াদ বলেন, নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের ফেয়ার ট্রেডিং ডিপার্টমেন্ট থেকে ইতোমধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নামে রেজিস্ট্রেশন নেয়া হয়েছে। চূড়ান্ত করা হয়েছে খসড়া সংবিধান।
অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আশিকুর রহমান বলেন, সংগঠনের মাধ্যমে শিগগিরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি চালু করা হবে।
এরপর অ্যাসোসিয়েশনের সদস্যদের ছেলে মেয়েদের জন্য ফেইস পেইন্টিং এর আয়োজন করা হয়। পরিচালনা করেন চিত্রশিল্পী নায়লা হুমায়রা।
দুপুরের খাবারের পর প্রখ্যাত সংগীত শিল্পী অভিজিৎ বড়ুয়া ও স্বপ্ন ব্যান্ডের গিটারিস্ট দিব্য জ্যোতি বড়ুয়ার পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর অনুষ্ঠিত হয় রাফেল ড্র। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতে নেন যথাক্রমে মোস্তাফিজুর রহমান, একরামুল হক মিলাদ ও অভিজিৎ বড়ুয়া। কার্যনির্বাহী সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ড. আসিফুল আলম, আরিফ এ হক, মিজানুর রহমান, আলী আসগর, মো রহমত উল্লাহ, মাহমুদুল হাসান খান, আল মামুন, মো জয়নুল আবেদীন, মো মিজানুর রহমান, মাহবুবুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন হাওলাদার, তানজিয়া মমতাজ, উম্মে হাজেরা লাকি, পাপড়ি বড়ুয়া, একরামুল হক মিলাদ, তানজিলা তাজনিন চৌধুরী, শাহীন আক্তার, মো আতিকুর রহমান, রাফিজা বেগম ও তৌফিক।
ধন্যবাদান্তে
শাহাদাত রিয়াদ
সদস্য, কার্যনির্বাহী কমিটির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া
Related Articles
BEN is celebrating its 10th anniversary today
Message: We are delighted to know that BEN is celebrating its 10th anniversary today. We believe that all resident and
RUAAA’র নৈশভোজ
গতকাল ১৬/৫/২০১৮ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আলুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (RUAAA) চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির সদস্য গন বাংলাদেশ থেকে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয় আলুমনাই
POBD Photogenic Contest 2008 'A Love Campaign 4 Bangladesh'
POBD.Net web ‘A Love Campaign 4 Bangladesh’