অস্ট্রেলিয়ায় প্রতিবাদ সভা হলো

অস্ট্রেলিয়ায় প্রতিবাদ সভা হলো

খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে হামলা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গািল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা ও বাংলাদেশে বিএনপি-জামায়াতের সকল ধরনের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির উদ্যোগে গতকাল রাতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সিডনির ওয়ালী পার্কের গ্রামীন রেঁস্তোরায়। উক্ত সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক এবং অভিন্ন। দুটোকে আলাদা করে তারাই দেখে যারা যারা স্বাধীন বাংলাদেশকে এখনও মেনে নিতে পারেনি। এই সমস্ত স্বাধীনতা বিরোধী শক্তিদের সামাজিক ভাবে প্রতিহত করার আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারের কাছে এদের বিরুদ্ধে জাতির জনক অবমাননা আইনে বিচারের আওতায় আনার দাবী জানান। সভায় বক্তারা অবিলম্বে দন্ডপ্রাপ্ত আসামী তারেক জিয়াসহ বাংলাদেশ দূতাবাসে হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি আইনজীবী সিরাজুল হকের সভাপতিত্তে

এই সমাবেশে বক্তব্যঃ রাখেন অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মিকু , সভাপতি আমিনুল রুবেল , সেচ্ছাসেবক লীগের সভাপতি স্বপন দেওয়ান , বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির কোষাধাক্ষ Abdul সালাম, সাংগঠনিক সম্পাদক আইজিত আরাফাত , সহসভপতি মানিক নাগ, জহিরুল সরকার, নির্মল কস্তা , হাজি দেলোয়ার সাধারণ সম্পাদক , ফয়সাল আজাদ ও সভাপতি গাউসুল শাহাজাদা এছাড়াও বক্তব্যে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসলেউর খুশবো প্রমুখ | প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ আওয়ামী লীগ অষ্ট্রেলিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার সুফী সালেক | প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিনপি এর দিন শেষ | বাংলাদেশের এগিয়ে চলার পথ কোনোদিনে বাধা গ্রস্ত হবেনা |


Place your ads here!

Related Articles

Celebrating the Bengali New Year Festival in Sydney

For a quarter of a century, Bangabandhu Council Australia has been celebrating the Bengali New Year Festival in Sydney with

শুধিতে হইবে ঋণ’-এই দায়বদ্ধতায় সিডনীতে বাংলাদেশের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ

কাজী সুলতানা শিমিঃ সিডনী থেকে প্রকাশিত বাংলা ওয়েব পোর্টাল বাংলা-সিডনি ডটকমের সার্বিক উদ্যোগ ও বাংলাদেশ ডিজেস্টার রিলিফ কমিটি অস্ট্রেলিয়া এর

Sydney: Schedule of Consular Camp January- June 2014

Bangladesh High Commission Canberra Press Release Schedule of Consular Camp in Sydney during January-June 2014 (31 December 2013) This is

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment