অজি এনএসইউআরস এসোসিয়েশন – বার্ষিক সাধারন সভা ও নির্বাচন ২০১৮

অজি এনএসইউআরস এসোসিয়েশন – বার্ষিক সাধারন সভা ও নির্বাচন ২০১৮

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বসবাসরত নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র, শিক্ষক, কর্মকর্তা দের নিয়ে ২০১১ সালে গড়ে উঠেছে অজি এনএসইউআরস এসোসিয়েশন (Aussie NSUers Association) । এলামনাই-দের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধন কে দৃঢ় করাই এই সংগঠনের অন্যতম পাথেয় । প্রবাস জীবনের নানা প্রতিকুলতার সাথে মানিয়ে চলে উচ্চ শিক্ষায়, কর্মস্থলে, পারিবারিক ও সামাজিক জীবনে সফলতার চেষ্টায় নিয়োজিত এনএসইউ এলামনাইরা । তাদের এ এগিয়ে চলায় সহযোগিতা করার উদ্দেশে বিভিন্ন কর্মসুচি পরিকল্পনা ও পরিচালনা করাই এই সংগঠনের অন্যতম প্রচেষ্টা । অজি এনএসইউআরস এর অন্যতম আয়োজনের মধ্যে এলামনাইদের রিউনিয়ন ও এলামনাই নাইট – যা কিনা এই দেশের বিভিন্ন বয়স ও পেশার প্রাক্তন ছাত্র, বাংলাদেশে এনএসইউর বর্তমান ছাত্র, শিক্ষক ও বোর্ড – এদের সবার মাঝে যোগসুত্র ঘটায় । কর্মবহুল জীবন আর উচ্চশিক্ষার পাশাপাশি অজি এনএসইউআরস আরো বিভিন্ন কর্মসুচির সাথে যুক্ত । এর মধ্যে নিয়মিত ক্রিকেটে অংশ্গ্রহন করে বরাবরি উল্লেখযোগ্য স্থান দখল করে আসছে বিভিন্ন প্রতিযোগিতায় । এছাড়া এ সংগঠনের সদ্যসারা সমাজকল্যানমুলক কাজে সক্রিয় ভুমিকায় বিশ্বাসী । তাদের জনহিতৈষি কাজের মধ্যে উল্লেখযোগ্য “গুড মর্নিং বাংলাদেশ” এ অংশগ্রহন করে ক্যান্সার কাউন্সিল এবং বিভিন্ন সময় বাংলাদেশের দরিদ্র ও বর্ন্যার্তদের জন্য তহবিল উন্থাপন ।

গত ১৩ই অক্টোবর অনুষ্ঠিত হয় অজি এনএসইউআরস এসোসিয়েশন এর বার্ষিক সাধারন সভা ও নির্বাচন. নির্বাচন পরিচালনা করেন তৌফিক চৌধুরি । নব নির্বাচিত নির্বাহী কমিটি তে রয়েছে সভানেত্রী নাহিদ কামাল, সহ সভাপতি মো: ফরহাদ তাজ, সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী, কোষাধক্ষ নেওয়াজ হাসান, পরিকল্পনা পরিচালক আসাদ জামান আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক নওরোজ মঈন, জনসমাজ ঊন্নয়ন সম্পাদক নাহার এ দিশা, প্রচার ও বার্তা সম্পাদক ফারহান আশিক, বহিরাগত বিষয়ক সম্পাদক মোহাম্মাদ ওয়াসিমুল ইসলাম, পরিবার বিষয়ক সম্পাদক ফাহিমা তালুকদার, ক্রীড়া সম্পাদক রিজওয়ান ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক এম তাজিম তারেক, সাংস্কৃতিক সহ-সম্পাদক মোহাম্মদ আলম, সাংস্কৃতিক সহ-সম্পাদক তাহের উদ্দিন বাবু, প্রচার ও বার্তা সহ-সম্পাদক সামান্থা ইসলাম, প্রচার ও বার্তা সহ-সম্পাদক আলিযা রওশন, জনসমাজ ঊন্নয়ন সহ-সম্পাদক শাহীদুর রহমান, ক্রীড়া সহ-সম্পাদক মোহাম্মদ মোশারাফ হোসেন নয়ন, তথ্য প্রযুক্তি সহ-সম্পাদক শামস মওদুদ ।

সাধারন সভায় বক্তৃতা করেন প্রাক্তন সভাপতি শাহীদুর রহমান । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত এনএসইউর প্রাক্তন ছাত্র বিশিষ্ট কৌতুক শিল্পী ইয়াফি খান । হাস্যরস, মনরোম বনভোজন ও কেক পরিবেশনার মধ্যে অনুষ্ঠান শেষ হয় ।

আগামীতে এলামনাইদের মাঝে আরো সুদৃঢ় সংযোগ আর “নেট ওয়ার্কিং” গড়ে তোলা, গঠনমুলক জন কল্যানমুখি কাজে অংশগ্রহন, অন্যান্য এলামনাই ও সামাজিক সংগঠনের সাথে একাত্ম হয়ে বৃহত্তর জনস্বার্থের জন্য কাজ করার উদ্দেশে নতুন কমিটি কাজ করে যাবে ।


Place your ads here!

Related Articles

Message of High Commissioner on the Occasion of Eid-ul-Azha

On the auspicious occasion of Eid-ul-Azha, my wife and l convey our heartfelt felicitation and warm greetings to our nationals

অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধু ও গফ হুইটলামের জীবন ও কর্মের ওপর সেমিনার

দু’জন সমসাময়িক কিংবদন্তী রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড় গফ হুইটলামের জীবন, কর্ম ও রাজনৈতিক আদর্শের ওপর  অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে গতকাল এক সেমিনার অনুষ্ঠিত হয়। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের হুইটলাম ইনস্টিটিউট এবং বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা ও কনস্যুলেট জেনারেল সিডনি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। হুইটলাম ইনস্টিটিউটে মাসব্যাপী গফ হুইটলাম এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে, যা জানুয়ারি পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পিটার শেরগোল্ডের

Today 23 October is the birth day of Poet Shamsur Rahman (1929 – 2006)

Shamsur Rahman was born in his grandfather’s house 46 no. Mahut-Tuli, Dhaka. His paternal home is situated on the bank

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment