বাংলাদেশ মিডিয়া এন্ড প্রেস ক্লাব, অস্ট্রেলিয়ার আত্মপ্রকাশ
সুদীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে বহু কাঙ্ক্ষিত বাংলাদেশ মিডিয়া এন্ড প্রেস ক্লাব, অস্ট্রেলিয়ার আত্মপ্রকাশ ঘটেছে। গত ২১শে মে, স্থানীয় রকডেল-এ এই সংগঠনের আগামী এক (১) বছর মেয়াদী কমিটি ঘোষণা দেয়া হয়েছে। বছরের চুরান্ত কার্য্যক্রমও ধার্য করা হয়েছে। বিদেশ বাংলা টিভির মোহাম্মদ রহমতুল্লাহকে সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল প্রবাস বাংলা নিউজ ডট কম-এর ইকবাল ইউসুফ টুটুলকে সাধারন সম্পাদক করে নিম্নোক্ত কমিটি ঘোষণা দেয়। প্রবাসী সাংবাদিক ও সংবাদপত্রের স্বার্থ রক্ষার্তে এই কমিটি সবাইকে নিয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে। উল্লেখ্য, এটাই সমগ্র অস্ট্রেলিয়া জুড়ে করা পত্রিকা, অনলাইন নিউজ মিডিয়া, টিভি, বিনোদন সাংবাদিক, কলামিস্ট, সম্পাদকদের সমন্বয়ে গঠিত প্রথম পুর্নাগ কমিটি।
কমিটির বিস্তারিত নিচে দেয়া হলোঃ
১. সভাপতিঃ মোহাম্মদ রহমতুল্লাহ (টিভি )
২. সিনিয়র সহ-সভাপতিঃ ডঃ শাখাওয়াত নয়ন (কলামিস্ট ও গদ্যকার)
৩. সহ-সভাপতিঃ স্বপ্না গুলশান (এবিসিবি ডট নিউজ)
৪. সাধারন সম্পাদকঃ ইকবাল ইউসুফ টুটুল (প্রবাস বাংলা নিউজ ডট কম)
৫. সহ-সাধারন সম্পাদকঃ আসওয়াদুল হক বাবু (চ্যানেল আই)
৬. কোষাধক্ষ্যঃ আবুল কালাম আজাদ খোকন (নবধারা নিউজ)
সদস্যঃ
১. অজয় দাশগুপ্ত (কলামিস্ট)
২. ডাঃ আবুল হাসনাত মিল্টন (এনবিসি রেডিও, নিউ ক্যাসেল, কলামিস্ট )
৩. আব্দুল মতিন (সিডনিবাসী-বাংলা ডট কম)
৪. নোমান শামীম (মুক্তমঞ্চ পত্রিকা)
৫. বদরুল আলম (দেশ বিদেশ পত্রিকা)
৬. আসলাম মোল্লা (বাংলা বার্তা পত্রিকা)
৭. আতিকুর রহমান শুভ (প্রশান্তিকা পত্রিকা)
৮. আমিনুল ইসলাম রুবেল (সময় টিভি)
৯. সুলতান আরেফীন (আর টিভি)
১০. নাফিউল ইসলাম (রেডিও বাংলা, মেলবোর্ন)
১১. মহিবুর রহমান (ফিল্ম)
১২. শিমুল সিকদার (ফিল্ম)
১৩. হাসনা হেনা (বিটিভি, পার্থ)
১৪. তুলি নুর (কলামিস্ট, ব্রিসবেন, প্রশান্তিকা পত্রিকা)
১৫. নাদেরা সুলতানা নদী (কলামিস্ট, মেলবোর্ন, প্রশান্তিকা পত্রিকা)
১৬. নির্জন মোশারফ (কলামিস্ট, সাংবাদিক, পার্থ)
১৭. মেহেদী হাসান শাহীন (মুক্তমঞ্চ পত্রিকা)
১৮. সাহাদাত মানিক (প্রিয় অস্ট্রেলিয়া ডট.কম.এইউ)
Related Articles
Plea for help!
A brother in Melbourne who does not have permanent residency has been diagnosed with cancer and been told he has
Professional Cricket Coach for Juniors/Senior Players
Dear Community Member, I would appreciate, if you kindly refer into any interested parents/players who are looking for a professional
Press Release: Bangladesh Islamic Centre of NSW Incorporated
Bismillaheer Rahmaneer Raheem Bangladesh Islamic Centre of NSW Incorporated বিশেষ বিজ্ঞপ্তি আস্সালামুওয়ালাইকুম। সংবিধান বহিঃভূত কর্মকান্ডের জন্য গত ২৯শে জুন ২০০৮