বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রতিনিধিদলের সাক্ষাত
মূল উপলক্ষ্য ছিল বন্যার্তদের সাহায্যার্থে অনুদানের চেক হস্তান্তর। গত ১১ই সেপ্টেম্বর ২০১৭-এ দুপুর ২টায় প্রধানমন্ত্রীর কার্য্যালয়ে এক অনারম্বর কিন্তু অত্যন্ত সৌহার্দ্যপুর্ন পরিবেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে পুর্ব-নির্ধারিত বৈঠকে মিলিত হোন। আনুষ্ঠানিকতা ছাড়িয়ে নেত্রী প্রতিনিধি দলের সাথে বিশদ আলোচনায় মেতে ওঠেন। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেন। তরুণ প্রজন্মের নেতৃত্বের প্রশংসা করেন। গতানুগতিকতার বাইরে প্রবাসে দলের অনুসারীদের কাছে তিনি দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকার প্রত্যাশার কথা বলেন।
আলাপের এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বভাবসুলভ ভঙ্গিতে প্রতিনিধি দলকে অবশ্য মনে করিয়ে দিতে ভোলেননি, ‘অস্ট্রেলিয়াকে তো আমরা ক্রিকেটে হারিয়ে দিলাম’।
উল্লেখ্য, শুধুমাত্র অস্ট্রেলিয়া আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও সীমিত কয়েকজন শুভাকাঙ্খির কাছ থেকে এই অনুদানের অর্থ সংগ্রহ করা হয়েছিল। অনুদান প্রদানের সময় অস্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে সহ-সভাপতি শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় হারুনুর রশীদ ও আশরাফুল হক, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক জাকির হোসেন প্রধানীয়া এবং শিল্প ও বানিজ্যবিষয়ক সম্পাদক মুকিতুর রহমান টুটুল উপস্থিত ছিলেন।
Related Articles
বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা কর্তৃক “শত কন্ঠে স্বাধীনতার গান” সংগীতানুষ্ঠান
৪৭ তম “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা কর্তৃক “শত কন্ঠে স্বাধীনতার গান” শীর্ষক সংগীতানুষ্ঠান আয়োজন। সংবাদ
বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ান শাখার অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন ও গণস্বাক্ষর সংগ্রহ সমাপ্তি
সাংবাদিক সম্মেলনঃ বাংলাদেশ আওয়ামী লীগ আস্ট্রেলিয়ান শাখার অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন ও গণস্বক্ষর সংগ্রহ সমাপ্তি ঘোষণা গত ২২ শে জুন ২০০৮
Coming of Age, story of our Tanveer Ahmed and eleven other prominent Muslim-Australians
We have a fun night coming up on Thursday 13 February. It’s a launch for Coming of Age, a book