বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার অনুদান ও আগামী বৈশাখী মেলার তারিখ ঘোষণায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
বঙ্গবন্ধু কাউন্সিল, অস্ট্রেলিয়া তাদের সংগঠনের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটিকে অনুদান হিসেবে ২ হাজার ডলারের চেক প্রদান করে। গত ১৭ই ডিসেম্বর রবিবার, সিডনির অলিম্পিক পার্কে বৈশাখী মেলার আয়োজক সংগঠন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া, কনকর্ডে তাদের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জনাব শেখ শামীম আগামী ১৪ই এপ্রিল শনিবার বৈশাখী মেলা অনুষ্ঠিত হবার তারিখ ঘোষণা করেন। সকলের সহযোগীতা কামনা করে তিনি সিডনি অলিম্পিক পার্কের সর্ব বৃহৎ ANZ Stadium এ ২০১৮ সালে অনুষ্ঠিতব্য বৈশাখী মেলার তারিখ ১৪ই এপ্রিল বলে উপস্থিত সবাইকে জানান।
সিডনির বৈশাখী মেলা সাধারণত সপ্তাহ শেষের ছুটির দিন, শনিবারে অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ১৪ই এপ্রিলেই বৈশাখ মাসের ১ তারিখ হয়। ২০১৮ সালের ১৪ এপ্রিল শনিবার, তাই আগামী বছর সিডনির বাঙালিরা ১লা বৈশাখেই বৈশাখী মেলা উদযাপনের সুযোগ পাবে। আর একারণেই বঙ্গবন্ধু কাউন্সিলের উদ্দেশ্য ছিল নির্দিস্ট দিনে ভেনুটির বরাদ্দ পাওয়া। সরকারী ছুটি না থাকায় প্রবাসে এটি একটি দুর্লভ সুযোগ। সিডনিতে বৈশাখী মেলার ২৬ বছরের ইতিহাসে ২য় বারের মত এমন ঘটনা ঘটতে যাচ্ছে। তবে বিশাল জাতীয় স্টেডিয়ামে অন্যান্য বড় বড় ইভেন্টকে পাশ কাটিয়ে দিনটিকে বৈশাখী মেলার জন্য নিশ্চিত করতে যথেষ্ট সময় ও পরিশ্রম দিতে হয়েছে বলে তিনি জানান। গত বছর মেলার ২৫ বছর পূর্তি উপলক্ষে দু’টি নতুন সংযোজন ছিল, রাজপথে বিলবোর্ড এবং মঙ্গল শোভাযাত্রা। তিনি বলেন এই ধারাবাহিকতা এবার আরো বড় আকারে বজায় থাকবে। সিডনীতে ল্যাকেম্বার কাছাকাছি কিং জর্জেস রোডের পথচারী পারাপার সেতুর দুই পাশেই আগামী বছর মেলার বিলবোর্ড স্থাপন করা হবে বলেও জানান।
মেলার স্টল বুকিং এর জন্য- হায়াত ভুঁইয়া (0430 372 244), সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য- ফয়সল হোসেন (0402 617 538), বিজ্ঞাপন দিতে বা স্পন্সর করতে আগ্রহীদের জন্য- সুরজিত রায় (0433 351 622) এবং মেলা উপলক্ষে প্রকাশিত সংকলনে লেখা দিতে আগ্রহীদের তুষার রায় (0413 045 133) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
পরিশেষে, সংবাদ সম্মেলনে অংশগ্রহণ ও মেলা সংক্রান্ত সার্বিক সহযোগিতার জন্য সংগঠনের সভাপতি জনাব শেখ শামীম উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি গত বছর সিডনিতে বৈশাখী মেলার ২৫ বছর পূর্তি উপলক্ষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কমিউনিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Kazi Sultana Seeme
কলামিস্ট, প্রাবন্ধিক ও সাংবাদিক। বর্তমানে বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিকে নিয়মিত লিখছেন। সাথে সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবেও নিয়মিত লেখালেখি, নিউজ ও রিপোর্ট করছেন। নিয়মিত সিডনীর বাংলাদেশী কমিউনিটি’র রিপোর্ট, গল্প ও কবিতা সহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করছেন। তিনি বর্তমানে বেশ কয়েকটি স্থানীয় ও অন-লাইন পত্রিকা গুলোতে নিয়মিত কলাম, গল্প ও কবিতা লিখছেন। যেহেতু তার মূল একাডেমীক পড়াশোনা দর্শন ও নীতিবিদ্যা তাই তার লেখার মূল বিষয় বস্তু মানবতা ও নৈতিকতা। শুধুমাত্র রাজনীতি ছাড়া অন্যান্য সব সামাজিক বিষয় ও সমস্যা নিয়ে তার আগ্রহ এবং লেখালেখি।
Related Articles
Basbhumi Celebrating 5th Year 5th Anniversary Special Issue out now!
Dear Respected Community Members: Your are cordially invited to visit the website of the 5th anniversary issue of sydney based
Observance of the National Mourning Day
Bangladesh High Commission, Canberra | Press Release | (17 August 2011) Bangladesh High Commission in Canberra observed the National Mourning
একুশে পদক ২০১০: আমাদের অহঙ্কার
১৯৭৬ সাল থেকে প্রতি বছরই একুশে পদক প্রদান করা হয়। ২০১০ সালের একুশে পদক পেলেন ১৫ জন। এর মধ্যে সাংস্কৃতিক