বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার অনুদান ও আগামী বৈশাখী মেলার তারিখ ঘোষণায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

by Kazi Sultana Seeme | December 20, 2017 2:16 am

বঙ্গবন্ধু কাউন্সিল, অস্ট্রেলিয়া তাদের সংগঠনের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটিকে অনুদান হিসেবে ২ হাজার ডলারের চেক প্রদান করে। গত ১৭ই ডিসেম্বর রবিবার, সিডনির অলিম্পিক পার্কে বৈশাখী মেলার আয়োজক সংগঠন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া, কনকর্ডে তাদের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জনাব শেখ শামীম আগামী ১৪ই এপ্রিল শনিবার বৈশাখী মেলা অনুষ্ঠিত হবার তারিখ ঘোষণা করেন। সকলের সহযোগীতা কামনা করে তিনি সিডনি অলিম্পিক পার্কের সর্ব বৃহৎ ANZ Stadium এ ২০১৮ সালে অনুষ্ঠিতব্য বৈশাখী মেলার তারিখ ১৪ই এপ্রিল বলে উপস্থিত সবাইকে জানান।

সিডনির বৈশাখী মেলা সাধারণত সপ্তাহ শেষের ছুটির দিন, শনিবারে অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ১৪ই এপ্রিলেই বৈশাখ মাসের ১ তারিখ হয়। ২০১৮ সালের ১৪ এপ্রিল শনিবার, তাই আগামী বছর সিডনির বাঙালিরা ১লা বৈশাখেই বৈশাখী মেলা উদযাপনের সুযোগ পাবে। আর একারণেই বঙ্গবন্ধু কাউন্সিলের উদ্দেশ্য ছিল নির্দিস্ট দিনে ভেনুটির বরাদ্দ পাওয়া। সরকারী ছুটি না থাকায় প্রবাসে এটি একটি দুর্লভ সুযোগ। সিডনিতে বৈশাখী মেলার ২৬ বছরের ইতিহাসে ২য় বারের মত এমন ঘটনা ঘটতে যাচ্ছে। তবে বিশাল জাতীয় স্টেডিয়ামে অন্যান্য বড় বড় ইভেন্টকে পাশ কাটিয়ে দিনটিকে বৈশাখী মেলার জন্য নিশ্চিত করতে যথেষ্ট সময় ও পরিশ্রম দিতে হয়েছে বলে তিনি জানান। গত বছর মেলার ২৫ বছর পূর্তি উপলক্ষে দু’টি নতুন সংযোজন ছিল, রাজপথে বিলবোর্ড এবং মঙ্গল শোভাযাত্রা। তিনি বলেন এই ধারাবাহিকতা এবার আরো বড় আকারে বজায় থাকবে। সিডনীতে ল্যাকেম্বার কাছাকাছি কিং জর্জেস রোডের পথচারী পারাপার সেতুর দুই পাশেই আগামী বছর মেলার বিলবোর্ড স্থাপন করা হবে বলেও জানান।

মেলার স্টল বুকিং এর জন্য- হায়াত ভুঁইয়া (0430 372 244), সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য- ফয়সল হোসেন (0402 617 538), বিজ্ঞাপন দিতে বা স্পন্সর করতে আগ্রহীদের জন্য- সুরজিত রায় (0433 351 622) এবং মেলা উপলক্ষে প্রকাশিত সংকলনে লেখা দিতে আগ্রহীদের তুষার রায় (0413 045 133) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

পরিশেষে, সংবাদ সম্মেলনে অংশগ্রহণ ও মেলা সংক্রান্ত সার্বিক সহযোগিতার জন্য সংগঠনের সভাপতি জনাব শেখ শামীম উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি গত বছর সিডনিতে বৈশাখী মেলার ২৫ বছর পূর্তি উপলক্ষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কমিউনিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

[1]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2017/12/25579120_10212846122579281_1691979851_o.jpg

Source URL: https://priyoaustralia.com.au/community-news/2017/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d/