যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০১৭ পালন

বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা-তে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০১৭ উদ্যাপন ।
সংবাদ বিজ্ঞপ্তি
ক্যানবেরা, ১৭ এপ্রিল ২০১৭ – বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা কর্তৃক যথাযথ মর্যাদা ও উদ্দীপনায় ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০১৭ উদ্যাপিত হয়। পবিত্র কুরআন থেকে তিলওয়াত ও দু’আ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মান্যবর হাইকমিশনার মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০১৭ উপলক্ষে প্রদত্ত বাণী পাঠ করেন। এর পর মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহন অনুষ্ঠানের ভিডিও প্রদর্শন করা হয়।
মান্যবর হাইকমিশনার তাঁর স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবিস্মরনীয় অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি এ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আ¤্রকাননে মুজিবনগর সরকার শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যাত্রা শুরু করে। মহান মুক্তিযুদ্ধ পরিচালনাসহ বিশ্ব দরবারে সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি, শরণার্থীদের ব্যবস্থাপনা, যুদ্ধবিধ্বস্ত দেশবাসীর পাশে দাঁড়ানোসহ মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালনায় এ সরকার সার্বিক দায়িত্ব পালন করে। মুজিবনগর সরকারের যোগ্য নেতৃত্বে, সঠিক দিকনির্দেশনা ও রণকৌশল মুক্তিযুদ্ধকে সফল পরিসমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যায়। অবশেষে নয় দীর্ঘ নয় সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের কাঙ্খিত বিজয়। আমাদের মুক্তিযুদ্ধের মহান ইতিহাস এ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি তিনি আহবান জানান। ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তরুন প্রজন্মের দেশ প্রেম আরোও প্রগাঢ় হবে এবং ক্ষুধা-দারিদ্রমুক্ত, সুখী-সমৃদ্ধ স্বপ্নের “সোনার বাংলাদেশ” বিনিমার্নে সফল হবে বলে তিনি প্রত্যাশা করেন।
সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
Related Articles
Madeleine Madden is a young woman with big aspirations
13 year old Madeleine Madden from Sydney told the nation on Sunday 24th October, that all Australians must help create
ICC Cricket World Cup 2015 and other Canberra events
In general Exhibition Park in and of itself is a beautiful and serene place to hold any kind of event