অনলাইন রেডিও ‘গান বাকসো’ মোবাইল অ্যাপলিকেশন অবমুক্ত

অনলাইন রেডিও  ‘গান বাকসো’ মোবাইল অ্যাপলিকেশন অবমুক্ত

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে প্রচারিত বাংলা অনলাইন রেডিও ‘গান বাকসো’ সফলভাবে তাদের মোবাইল অ্যাপলিকেশন অবমুক্ত করেছে। ‘Radio Gaan Baksho’ নামে এই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে যে কোন অ্যাপল এবং এন্ড্রয়েড ডিভাইসে। উল্লেখ্য ‘গান বাকসো’ অস্ট্রেলিয়ার প্রথম বাংলা রেডিও হিসেবে ২৪ ঘণ্টার হাই ডেফিনেশন বাংলা গান সম্প্রচার করে থাকে এতদিন শুধুমাত্র ওয়েবসাইট থেকেই শোনা যেত। তাই মোবাইল অ্যাপলিকেশন প্রকাশের মধ্য দিয়ে তা সকল শ্রেণীর শ্রোতাদের নাগালের মধ্যে পৌঁছে যাবে বলে বিশ্বাস করেন এর প্রতিষ্ঠাতারা। এখন থেকে রেডিওটির প্রচার শুধুমাত্র নতুন বা পুরাতন বাংলা গানেই সীমাবদ্ধ না রেখে অস্ট্রেলিয়ায় আয়োজিত নানা ধরণের বাংলা মিজিক্যাল শো সরাসরি সম্প্রচার করার কথা জানান রেডিওটির একজন মুখপাত্র। নিয়মিত আয়োজনে আরো থাকছে স্থানীয় বাঙ্গালী শিল্পী এবং বাংলা ব্যান্ড সংগীত পরিবেশনা এবং আড্ডা। এছাড়াও নিয়মিত শ্রোতাদের জন্য বিশেষ আকর্ষন হিসেবে থাকছে স্থানীয় বিজনেস এবং রেস্টুরেন্ট কুপন, কনসার্ট টিকেট এবং আরো অনেক আকর্শনীয় উপহার।

এখনি আপনার অ্যাপল কিংবা এন্ড্রয়েড ফোন থেকে ডাউনলোড অথবা স্কান করুন করুন ‘Radio Gaan Baksho’ এবং বিরতিহীন উপভোগ করুন আপনার পছন্দের সকল বাংলা গান যে কোন সময় যে কোন জায়গা থেকে।


Place your ads here!

Related Articles

BEN Essay competition result

Essay competition was organised by BEN Sydney branch to mark the celebration of BEN of Ten years. The topic of

Bangladesh: Stop Persecuting Rights Group Leaders

(New York, November 7, 2013) Bangladeshi authorities should immediately stop legal proceedings against two prominent activists with Odhikar, a leading

বীর মুক্তিযোদ্ধা ওডারল্যান্ড বীর প্রতীক এর স্মৃতিতে ঢাকার একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার প্রেক্ষিতে বীর প্রতীক খেতাব প্রাপ্ত অষ্ট্রেলিয়ারনাগরিক উইলিয়াম এ এস ওডারল্যান্ড এর স্মৃতি রক্ষাথের্ বাংলাদেশেরে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment