বৃটেনের শ্রমবাজারে বংলাদেশের অভাবনীয় সুযোগ

বৃটেনের শ্রমবাজারে বংলাদেশের অভাবনীয় সুযোগ

সম্প্রতি বাংলাদেশ সফরে এসে বৃটেনের সফল রেষ্টুরেন্ট ব্যবসায়ী ও বৃটিশ-বাংলাদেশ শিল্প-বণিক সমিতি (বিবিসিসিআই)-এর পরিচালক এনাম আলি এমবিই জানান, এ মূহুর্তে বৃটেনে বাংলাদেশী মালিকদের দ্বারা পরিচালিত ৩.৬ বিলিয়ন পাউন্ডের কারি ইন্ডাস্ট্রিতে প্রায় পনের হাজার দড়্গ শেফ ও ম্যানেজারের ঘাটতি রয়েছে। এ সংশিস্নষ্ট ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে বাংলাদেশ সরকারকে এ সুযোগ গ্রহনের অনুরোধ জানান তিনি।

এনাম আলি আরো জানান, বিবিসিসিআই এর পড়্গ থেকে অভিবাসন আইন শিথিল করার ব্যাপারটিকে সর্বোচ্চ গুরম্নত্ব দিয়ে বৃটেনের প্রধানমন্ত্রীর কাছে প্রায় পনের হাজার চাকুরীর চাহিদা সম্বলিত একটি পূর্ণাঙ্গ প্রসত্মাব জমা দেয়া হয়েছে যা এ বছরের মধ্যেই অনুমোদিত হবে বলে তারা ভীষন আশাবাদী।

এ প্রসঙ্গে উলেস্নখ্য, গত বছরের শেষদিকে লন্ডনে অনুষ্ঠিত নবম বৃটিশ কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃটেনের অর্থনীতিতে কারি ইন্ডাস্ট্রির অবদানের স্বীকৃতি হিসেবে এ ইন্ডান্ট্রির অগ্রযাত্রায় নিঃশর্ত সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি করে কারি ইন্ডাস্ট্রির মূল সমস্যা নিরসনে সহায়তার আশ্বাস প্রদান করেন।

বর্তমানে প্রায় সাড়ে নয় হাজার রেষ্টুরেন্ট রয়েছে বৃটেনে, যার অধিকাংশ পরিচালনা করছে প্রায় আশি হাজার বাংলাদেশী কর্মচারী।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment