পরিবেশবান্ধব সাশ্রয়ী প্রযুক্তির পরীক্ষামূলক প্রকল্প “বায়োগ্যাস (জৈবগ্যাস) সকেট”

পরিবেশবান্ধব সাশ্রয়ী প্রযুক্তির পরীক্ষামূলক প্রকল্প “বায়োগ্যাস (জৈবগ্যাস) সকেট”

নেদারল্যান্ডসের উন্নয়ন সংস্থা ‘এসএনভি’র আর্থিক সহায়তায় ‘রহমান রিনিউয়েবল এনার্জি কোম্পানী’র তত্ত¡াবধায়নে গরিববান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও বাজারজাতকরণের লক্ষ্যে ‘বায়োগ্যাস (জৈবগ্যাস) সকেট’ নামে পরীক্ষামূলকভাবে তিনটি পাইলট প্রকল্প পরিচালিত হচ্ছে। গত ৮ ফেব্রæয়ারি ২০১৪, শনিবার, রহমান রিনিউয়েবল এনার্জির আমন্ত্রণে গণমাধ্যমকর্মীরা তিনটি প্রকল্পের অন্যতম মানিকগঞ্জ জেলার গড়পাড়া গ্রামে রেয়াজউদ্দীনের বাসস্থানে পরিচালিত ‘বায়োগ্যাস (জৈবগ্যাস) সকেট’ প্রকল্পটি পরিদর্শন করেন।

উন্নয়নশীল দেশগুলোতে বৈদ্যুতিক বাতি, মোবাইল ফোন ও রেডিও’র ব্যাটারি চার্জ করার মতো স্বল্পশক্তির বিদ্যুত ব্যবহার সহজলভ্য করার প্রাথমিক প্রকল্প হিসেবে বাংলাদেশে তিনটি পাইলট প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের কার্যকরী উদ্দেশ্য ও লক্ষ্য হলো- গার্হস্থ্য বায়োগ্যাস স্থাপনা হতে জৈব গ্যাস ব্যবহার উপযোগী সকেট স্থানীয়ভাবে উৎপাদনে প্রযুক্তির উন্নয়ন সাধন এবং সকেটের বিপণন ও বিতরণের জন্য একটি বাজারভিত্তিক টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা।

২০১২ সালে স্থানীয় পর্যায়ে বায়োগ্যাস সকেট তৈরি সম্ভব হলেও শুধুমাত্র স্থানীয় সুযোগ সুবিধা, কারিগরি ও অন্যান্য পরিপ্রেক্ষিতের অপ্রতুলতার কারণে এর ব্যাপক প্রসার সম্ভব হয়নি। এসএনভি’র উর্দ্ধতন উপদেষ্টা রাজিভ মুনানকামি জানান, ‘অচিরেই এই প্রকল্পের ব্যয় লাঘব করে সহনশীল পর্যায়ে নিয়ে আসার ব্যাপারে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা হবে।’

উল্লেখ্য, এসএনভি বাংলাদেশ ছাড়াও রুয়ান্ডা ও তাঞ্জানিয়ায় এই প্রকল্প বাস্তবায়ন করছে।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment