আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে  বর্ণাঢ্য অনুষ্ঠান

এডমোনটন, কানাডা, ২১শে ফেব্রোয়ারীঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার এডমনটনে বাংলাদেশ হেরিটেজ ন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা নানা অনুষ্ঠানের আয়োজন করে । সকালে ইউনিভার্সিটি অব ম্যাকুইনে স্থাপিত শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করে দিনের কর্মসূচির সুচনা করেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও মানবাধিকার সংগঠক, এবং সেন্ট পলস কলেজ, ইউনিভার্সিটি অব ম্যানিটোবার গবেষনা ফেলো দেলোয়ার জাহিদ

কানাডার ইউনিভার্সিটি অব ম্যাকুইনের সন্মেলন কক্ষে বাংলাদেশ হেরিটেজ এন্ড ইথনিক সোসাইটি অব আলবার্টার সভাপতি দেলোয়ার জাহিদের সভাপতিত্বে সন্ধ্যায় একটি জ্ঞানগর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সহযোগী মন্ত্রী নরেশ বারদওয়াজ, সোহেল কাদরী এম, এল, , এডমনটন সিটি কাউন্সিলর অমরজিত সুহি, ইউনিভার্সিটি অব ম্যাকুইনের পরিচালক (আন্তর্জাতিক) ডঃ রীক লুইস, নর্থ আমেরিকান লেঙ্গুয়াপ্যাক্সের প্রতিনিধি প্রফেসর ডঃ ওলেনকা বিলাসের পক্ষে তার বিবৃতি পাঠ করেন একজন পিএইচডি ছাত্রী এবং শিশু-কিশোরদের প্রতিনিধি মির্জা নাবিদ আলম, রাতে একক দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে শিল্পী নাতাশা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন টমাল ইসলাম।

সন্মানিত অতিথি সোহেল কাদরী এম, এল, , ও সিটি কাউন্সিলর অমরজিত সুহি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হেরিটেজ ২১শে পদক প্রাপ্তদের পদক প্রদান করেনভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহীর অন্যতম ভাষা সৈনিক মোঃ সিদ্দিক হুসাইন, প্রফেসর ডঃ নূরুল ইসলাম (শিক্ষা ক্ষেত্রে), ডঃ হাফিজুর রহমান (কমিউনিটি সার্ভিস), সহিদ হাসান (কমিউনিটি সার্ভিস ও সাংগঠনিক) কে অনুষ্ঠানে পদক বিতরন করা হয়।

কানাডার সন্মানিত প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, পিসি, এমপি একুশ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ হেরিটেজ ন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার কাছে প্রেরিত এক বার্তায় আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেনসংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদের কাছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সালাছ ক্যারোলিন এ বার্তাটি প্রেরন করেন। এছাড়াও আলবার্টা প্রদেশের প্রিমিয়ার এলিসন রেডফোর্ড কিউসি, স্পীকার জেনে জুঝডেস্কী, কালচারাল মিনিষ্টার হেদার ক্লিমচুক, সহযোগী মন্ত্রী নরেশ বারদওয়াজ, সোহেল কাদরী এম, এল, এ এবং ইউনিভার্সিটি অব ম্যাকুইনের প্রেসিডেন্ট ডেভিড ডব্লিউ এটকিনশন, সিটি মেয়র জন ইভেশন দিবসটির উপর গুরুত্বারূপ করে বার্তা পাঠিয়েছেন।

বক্তারা কিশোর মির্জা নাবিদ আলমের মাতৃভাষা শিখার নিরন্তর সংগ্রাম ও প্রচেষ্টার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন এবং ভিন্ন ভাষাবাসী অভিবাবকদের এ বিষয়ে যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

সভাপতি দেলোয়ার জাহিদ একুশের চেতনাকে তুলে ধরে ঐক্যবদ্ধভাবে প্রবাসে জাতির আত্ম মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment