‘রসনা শিল্পের অস্কার’ ব্রিটিশ কারী অ্যাওয়ার্ডের নবম আয়োজন ২৫ নভেম্বর
আগামী ২৫ নভেম্বর সোমবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্রিটেনের বার্টারসি পার্কের ইভোল্যুশনে অনুষ্ঠিত হতে সেদেশের কারি শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ নবম ব্রিটিশ কারী অ্যাওয়ার্ড। চলতি বছর এতে মনোনয়ন প্রার্থীর সংখ্যা ছিল রেকর্ডসংখ্যক চলিস্নশ হাজার। যার মধ্যে অধিকাংশই বাঙালি মালিকানাধীন। এদের মধ্যে বাছাইকৃত প্রায় তিন হাজার অংশ নিচ্ছে চূড়ানত্ম প্রতিয়োগিতায়।
এ বছর অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সত্মরের জননন্দিত ও গণ্যমান্য ১৮ শ’ অতিথি। কারি শিল্পের মধ্যে অসাধারণ জনপ্রিয় এ প্রতিযোগিতা সম্পর্কে সেদেশের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ব্রিটেনের ‘রসনা শিল্পের অস্কার’ এ প্রতিযোগিতা ও তার সাফল্যের জন্য আমরা গর্ব বোধ করি। এছাড়া, চ্যান্সেলর জর্জ ওজবর্নসহ গুরম্নত্বপূর্ণ ব্যক্তিবর্গ যোগ দিচ্ছেন এতে।
রসনাশিল্পে দড়্গিণ এশিয়ার এ সাফল্যের গাঁথা এবার সম্প্রচারের কল্যাণে সরাসরি উপভোগের সুযোগ পাচ্ছেন ব্রিটিশ, ইইউ এবং বাংলাদেশের দর্শকরা। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে স্ট্যা-আপ কমেডিয়ান এবং এনটিভি’র দর্শকনন্দিত ‘দ্য নাভিদ মাহবুব শো’ এর উপস্থাপক নাভিদ মাহবুবের আয়োজনে রেড কার্পেট ইন্টারভিউ। উলেস্নখ্য, অনুষ্ঠানের এ অংশটুকু দর্শকদের জন্য পরবর্তীতে টিভি চ্যানেলে প্রচার করা হবে।
নবম ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড আয়োজনের বিশ্বব্যাপী সম্প্রচারের দায়িত্বে থাকছে বিবিসি-২, স্টার প্লাস, আইটিএন নিউজ, এলবিসি রেডিও, চ্যানেল এস-সহ ব্রিটেনের শীর্ষ মিডিয়া।
উলেস্নখ্য, ব্রিটেনে কারি শিল্পের সমৃদ্ধি ও বিকাশে গুরম্নত্বপূর্ণ অবদান রেখেছে এ অ্যাওয়ার্ড প্রদান আয়োজন। প্রতিযোগিতায় নিজেদের মতামত জানাতে ইতোমধ্যেই নিবন্ধিত হয়েছেন ২ লাখ ৮২ হাজার রসনাবিলাসী।
ব্রিটিশ কারী অ্যওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান বিজনেস ম্যাগাজিন ‘স্পাইস’ সম্পাদক জনাব এনাম আলী এমবিই এ প্রতিযোগিতা সম্পর্কে বলেন, প্রতি বছরের মতো এবারও নতুনত্ব দিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। রাখা হয়েছে ব্যতিক্রমধর্মী পরিবেশনা। আয়োজনে যোগদানকারীদের জন্যও থাকছে নানা ধরনের আকর্ষণীয় পর্ব।
মূল আয়োজনে অতিথিদের জন্য খাবার পরিবেশন করবে অলিম্পিক ২০১২ এর অফিসিয়াল খাদ্য সরবরাহকারী এপসনের বাঙালি মালিকানাধীন সুখ্যাত রেসেত্মারাঁ লি-রাজ।