বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট আনোয়ার হোসেনের মৃত্যুতে উদীচী’র শোক
বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ত্ব, কিংবদন্তি অভিনয় শিল্পী, বাংলার ‘মুকুটহীন সম্রাট’ নামে খ্যাত আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোক বার্তায় উদীচী’র কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী বলেন, আনোয়ার হোসেনের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতের একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটলো। আনোয়ার হোসেনের মতো বলিষ্ঠ অভিনেতার অভাব দেশের চলচ্চিত্রপ্রেমীরা চিরকাল অনুভব করবে বলেও মন্তব্য করেন তিনি। ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘জীবন থেকে নেয়া’, ‘ভাত দে’, ‘সূর্য সংগ্রাম’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘লাঠিয়াল’সহ ৫শ’রও বেশি ছবিতে অনবদ্য অভিনয় করে তিনি জয় করে নেন বাংলাদেশের আপামর জনতার হৃদয়। শোক বার্তায় উদীচী’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, অভিনয়ের প্রতি আনোয়ার হোসেনের নিষ্ঠা, সততা ও একাগ্রতা ছিল অনুসরণীয়। বর্তমান প্রজন্মের অভিনয় শিল্পীরা আনোয়ার হোসেনের জীবন সংগ্রাম ও সততা থেকে শিক্ষা গ্রহণ করে এদেশের চলচ্চিত্র জগতের উত্তেরোত্তর উন্নতির জন্য আরো বেশি করে সচেষ্ট হবেন বলেও আশা প্রকাশ করেন প্রবীর সরদার।
১৯৩১ সালে জামালপুরের সরুলিয়া গ্রামে জন্ম নেয়া আনোয়ার হোসেন ছোটবেলা থেকেই খেলাধুলা, অভিনয়সহ নানা বিষয়ে আগ্রহী ছিলেন। ১৯৫১ সালে ম্যাট্রিক পাশ করার পর ময়মনসিংহে আনন্দমোহন কলেজে পড়ার সময় তিনি প্রথম অভিনয়ের সাথে যুক্ত হন। ১৯৫৭ সালে ঢাকায় আসার পর ১৯৬১ সালে ‘তোমার আমার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন আনোয়ার হোসেন। তবে, ১৯৬৭ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবিতে অনবদ্য অভিনয়ের মাধ্যমেই মূলত তিনি চলচ্চিত্রপ্রেমীদের মনে আসন করে নেন। এরপর একের পর এক অসাধারণ সব ছবি উপহার দেন আনোয়ার হোসেন। বার্ধক্যাজনিত নানা জটিল রোগে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত ১২ সেপ্টেম্বর মধ্যরাতে চিরবিদায় নেন এই গুণী অভিনেতা।
বাংলাদেশের চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচী’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
কংকন নাগ
সম্পাদক, প্রচার বিভাগ
কেন্দ্রীয় সংসদ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
মোবা: ০১১৯০-৯৬৮২৭১