বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে IT Workshop করছেন শাহাদাত মানিক
“দেশ ছেড়ে যখন প্রথমবার আসি, শুধু মনে হচ্ছিল যা ফেলে যাচ্ছি আর কখনও তা ফিরে পাব না”………অনেককে জিজ্ঞাসা করেছি এই একটা প্রশ্ন “দেশ ছেড়ে প্রথমবার আসার সময় কী মনে হচ্ছিল”? আর উত্তর যা পেয়েছি তার সারমর্ম এটাই দাড়ায়। উচ্চশিক্ষার জন্য, চাকরির আশায়, পরিবারের একমাত্র ভরসা, একটা পাসপোর্ট বা যে কারণেই আজ প্রবাসী হই না কেন সবসময় একটা অপরাধবোধ কাজ করে, আত্মতৃপ্তি খুঁজে পাইনা। দেশের জন্য কিছু একটা করার স্বপ্নে বিভোর থাকি। অনেক সীমাবদ্ধতা আছে জানি, তারপরেও জানি অসম্ভব না। আপনার আমার সে সব সপ্নের মতোই শাহাদাত মানিকেরও আছে অনেক স্বপ্ন। আর তার থেকেই যাত্রা শুরু Knowledge Global Remittance (KRG)-এর.
মানিক ভাই তার প্রতন্ত গ্রামের একটি স্কুলে প্রতি দুই বছর অন্তর একটি IT workshop এর আয়োজন করেন, যার প্রাথমিক উদ্দেশ্য আমাদের সুবিধা বঞ্ছিত কিন্তু অনন্য সম্ভাবনাময় গ্রামের প্রতিভাদের Computer technology-র সাথে পরিচিত করানো। তার সেই কর্মশালায় নিম্নোক্ত বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়ঃ
• Computer hardware এবং software এর কাজ
• Internet এবং intranet এর প্রয়োগ
• শিক্ষা ক্ষেত্রে Online social media-র ব্যাবহার এবং এর উপকারিতা/ অপকারিতা
• স্কুলের জন্য Domain/Web space কেনা ( আগামী দশ বছর ধরে ব্যয়ভার বহন করবে KRG)
• School এর জন্য website তৈরি এবং এর রক্ষণাবেক্ষণের জন্য কিছু সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ
• সঠিক নীতিনির্ধারক হিসেবে নিজেকে পরিচালিত করা
• নতুন ধারণা থেকে ব্যবসা ক্ষেত্র তৈরি করা
• ব্যবসা প্রচার এবং উন্নতি
• বাঙালী/ বাংলাদেশী সংস্কৃতি, ঐতিহ্য এবং আরও নানা বিষয়ে শিক্ষা
প্রিয়অস্ট্রেলিয়া এই সাধু উদ্যোগকে স্বাগত জানায় আর পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গর্বিত হতে চায় দেশ গড়ার এই উৎসবে। মানিক ভাই একান্ত তার নিজের প্রয়াসে এই মহত কাজটি করে যাচ্ছেন। আপনিও হাত বাড়িয়ে দিতে পারেন তার সাথে এবং হাঁসি ফোটাতে পারেন আমদের গ্রাম-বাংলার কিছু মেধাবি ছেলে-মেয়ের মুখে।
মানিক ভাই স্কুলের কিছু কৃতি ছাত্র-ছাত্রীর হাতে কয়েকটি laptop তুলে দেবেন প্রশিক্ষন কর্মশালার পর। আপনার সহযোগিতা এই উদ্যোগকে সফল হতে সাহায্য করবে।
আপনিও এই মহত উদ্যোগে অবদান রাখতে পারেন নতুন বা পুরাতন (দুই বছরেরে অধিক পুরানো নয়) laptop দিয়ে, অথবা laptop কেনার জন্য আর্থিক সহযোগিতার দিয়ে, অথবা একটি ফোন করে মানিক ভাইকে ধন্যবাদ দিয়ে।
দেশের মেধাবী ছেলে-মেয়েরা একটু সুযোগ আর সৎসাহসের জন্য আপনার-আমার দিকে তাকিয়ে আছে। আপনি সাড়া দেবেনতো?
যোগাযোগঃ
Shahadat Manik
59 Belfour Crescent
Wanniassa, ACT-2903
Phone: 0416 119 969